• NEWS PORTAL

  • সোমবার, ০১ সেপ্টেম্বর ২০২৫

Drama: Jamai Bou Chor
Drama: Jamai Bou Chor

নরসিংদীতে ব্যবসায়ীদের গোলটেবিল বৈঠক

ঢাকা-সিলেট মহাসড়কের বাইপাস বন্ধের দাবি

নরসিংদী প্রতিনিধি

প্রকাশিত: ২০:৫৮, ১০ জানুয়ারি ২০২৫

ফন্ট সাইজ
ঢাকা-সিলেট মহাসড়কের বাইপাস বন্ধের দাবি

ছবি: সংগৃহিত

ঢাকা-সিলেট মহাসড়কের নরসিংদীর বাবুরহাট ও মাধবদীকে পাশ কাটিয়ে নির্মিতব্য ৮ কিলোমিটারের বাইপাস সড়কের পরিকল্পনা বাতিলের দাবিতে গোলটেবিল বৈঠক করেছে মাধবদীর ব্যবসায়ীরা। শুক্রবার (১০ জানুয়ারি) রাতে মাধবদী বালিকা উচ্চ বিদ্যালয় ও কলেজের সেমিনার রুমে গোল টেবিল বৈঠকের আয়োজন করে ‘আমরা মাধবদীবাসী’ সংগঠন। বৈঠকে মাধবদীর ব্যবসায়ী নেতৃবৃন্দ অংশ নেয়।

এসময় তারা বলেন, সাসেক প্রকল্পের অধীনে চলমান কাঁচপুর থেকে সিলেট পর্যন্ত ২০০ কিলোমিটার সড়কের ৬ লেনের কাজ চলমান রয়েছে। তৎকালীন সরকারের সুবিধাবাদীদের মদদে নরসিংদীর ঐতিহ্য, প্রাচ্যের মানচেষ্টার খ্যাত শেখেরচর (বাবুরহাট) ও মাধবদীকে পাশ কাটিয়ে ৮ কিলোমিটার সড়কে বাইপাস নির্মাণ করা হচ্ছে। এর ফলে বিপুল পরিমাণ কৃষি জমি নষ্টের পাশাপাশি এই অঞ্চল ব্যাপক ক্ষতির সম্মুখীন হবে।

আমরা মাধবদীবাসীর আহ্বায়ক ও জেলা বিএনপির সদস্য আনোয়ার হোসেন আনুর সঞ্চালনায় গোল টেবিল বৈঠকে ব্যবসায়ী নেতা ও নরসিংদী চেম্বার অব কমার্সের সদ্য সাবেক সভাপতি মোমেন মোল্লা, সাবেক সভাপতি সিআইপি মোশাররফ হোসেন, মাধবদী মার্চেন্ট এসোসিয়েশনের সভাপতি আনোয়ার হোসেনসহ মাধবদীর ব্যবসায়ী নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

বিভি/পিএইচ

মন্তব্য করুন:

Drama Branding Details R2
Drama Branding Details R2