• NEWS PORTAL

  • শনিবার, ০২ আগস্ট ২০২৫

Drama: Jamai Bou Chor
Drama: Jamai Bou Chor

চট্টগ্রামে জুলাই বিপ্লবে আহতদের সহায়তা প্রদান 

প্রকাশিত: ২২:৫৬, ৩১ জানুয়ারি ২০২৫

ফন্ট সাইজ
চট্টগ্রামে জুলাই বিপ্লবে আহতদের সহায়তা প্রদান 

ছবি: সংগৃহিত

জুলাই বিপ্লবে চট্টগ্রামে নিহত একজন ও আহত ছয়জনকে পুনর্বাসনের উদ্যোগের অংশ হিসেবে তাদের অটোরিক্সা সহায়তা প্রদান করা হয়েছে। শুক্রবার (৩১ জানুয়ারি) বিকেলে চট্টগ্রাম বন্দর অডিটোরিয়ামে ওল্ড ক্যাডেট এসোসিয়েশন অব সিলেট ক্যাডেট কলেজ এবং সচেতন নাগরিক সমাজ এর উদ্যোগে ও বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সহযোগিতায় এই সহায়তা প্রদান করা হয়।

জুলাই বিপ্লবে নিহত কক্সবাজারের মহেষখালীর তানভীর সিদ্দীকীর পরিবার, চট্টগ্রামের ফটিকছড়ির আহত আরমান, নগরীর হালিশহর এলাকার জান্নাতুল নাঈম, বায়েজীদের আবু রায়হান, বাকলিয়ার ইখলাস মিয়া, বাশখালী উপজেলার এমরান হোসাইন ও মহিউদ্দীন বাচ্চু এই সহায়তা পান। এ সময় জুলাই বিপ্লবে নিহতের পরিবার ও আহতরা বর্তমানে তাদের অসহায়ত্বের কথা তুলে ধরেন।

তারা বলেন, আন্দোলনে আহত হয়ে এখন স্বাভাবিক জীবনযাপনে অক্ষম তারা। সরকারের পাশাপাশি বিভিন্ন বেসরকারী প্রতিষ্ঠান ও ব্যবসায়ীদের তাদের কর্মসংস্থানের ব্যবস্থা করে তাদের পাশে দাড়ানোর অনুরোধ জানানো তারা।

এ সময় বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের স্থানীয় সমন্বয়করা বলেন, ফ্যাসিবাদ যেন আর মাথা তুলে দাড়াতে না পারে সেজন্য সবাইকে সজাগ থাকতে হবে। ভবিষ্যতেও জুলাই বিপ্লবে আহতদের পুনর্বাসনে পাশে থাকার প্রতিশুতি দেন আয়োজকরা।

বিভি/পিএইচ

মন্তব্য করুন: