• NEWS PORTAL

  • শনিবার, ০৩ মে ২০২৫

Inhouse Drama Promotion
Inhouse Drama Promotion

দুটি ওয়ান শুটার গানসহ অস্ত্র কারবারী আটক

সাতক্ষীরা প্রতিনিধি

প্রকাশিত: ২২:০৬, ২ মে ২০২৫

ফন্ট সাইজ
দুটি ওয়ান শুটার গানসহ অস্ত্র কারবারী আটক

সাতক্ষীরায় মাদক কেনাবেচার খবরে অভিযানে গিয়ে দুটি দেশীয় ওয়ান শুটার গানসহ মনোজ সরদার (৩০) নামে এক অস্ত্র কারবারীকে আটক করেছে র‌্যাব।

শুক্রবার (২ মে) সন্ধ্যায় র‌্যাব-৬ এর সাতক্ষীরা কোম্পানি কমান্ডার সহকারী পুলিশ সুপার জায়েন উদ্দিন জিয়াদ স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে। এর আগে বৃহস্পতিবার রাতে সাতক্ষীরা টিবি হাসপাতাল মোড় সংলগ্ন এলাকা থেকে তাকে আটক করা হয়। আটক মনোজ সরদার সাতক্ষীরা সদর উপজেলার ফিংড়ি গ্রামের মানস সরদারের ছেলে।

র‌্যাবের প্রেস বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, সাতক্ষীরা টিবি হাসপাতাল মোড় সংলগ্ন একটি তেলের দোকানের সামনে কতিপয় ব্যক্তি মাদক কেনাবেচার জন্য অবস্থান করছে, এমন গোপন সংবাদের ভিত্তিতে র‌্যাবের একটি দল সেখানে অভিযান চালায়। এসময় র‌্যাবের উপস্থিতি টের পেয়ে দৌড়ে পালানোর চেষ্টা করলে মনোজ সরদারকে আটক করতে সক্ষম হয় র‌্যাব। পরে তার কাছ থেকে লোহার তৈরি দুটি ওয়ান শুটার গান জব্দ করা হয়। আটক মনোজকে সাতক্ষীরা সদর থানায় হস্তান্তর করা হয়েছে।

বিভি/পিএইচ

মন্তব্য করুন:

সর্বাধিক পঠিত
Drama Branding Details R2
Drama Branding Details R2