‘দেশের আইনশৃঙ্খলা রক্ষায় আমরা দিন দিন উন্নতি করছি’

স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সিনিয়র সচিব নাসিমুল গনি বলেছেন, পার্বত্য চট্টগ্রামসহ সারাদেশের আইনশৃঙ্খলা রক্ষায় আমরা দিন দিন উন্নতি করছি। ৯৯৯ এ ফোন দিলেই পুলিশ এখন জনগনকে সেবা দিতে ছুটে যাচ্ছে। পাহাড়ে চাদাবাজি ও অপহরণ বন্ধে সরকার বিভিন্ন পদক্ষেপ নিচ্ছে। জুলাই ২৪ এসে বিভিন্ন কারণে পুলিশের মধ্যে যে নিষ্ক্রিয়তা ছিল তা অনেকটাই উন্নতি হয়েছে। এখন আইনশৃঙ্খলা রক্ষায় পুলিশ গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে। এই যে আমরা দেশের বিভিন্ন জেলায় সফর করছি, এটার অন্যতম লক্ষ্য হচ্ছে দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতির উন্নতি করা।
শুক্রবার (২ মে) বিকালে জেলা প্রশাসনের উদ্যোগে জেলা প্রশাসক সম্মেলন কক্ষে অনুষ্ঠিত পরিবর্তিত পরিস্থিতিতে ভূমিকা পালনে জেলা পর্যায়ের সকল দপ্তর প্রধান ও আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সাথে অনুষ্ঠিত মতবিনিময় সভা শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সিনিয়র সচিব নাসিমুল গনি এসব কথা বলেন।
রাঙ্গামাটি জেলা প্রশাসক মোহাম্মদ হাবিব উল্লাহর সভাপতিত্বে অনুষ্ঠিত মতবিনিময় সভায় রাঙ্গামাটি বিজিবি সেক্টর কমান্ডার কর্নেল মোহাম্মদ ইফতেখার হোসেন, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মো: রুহুল আমীন, স্থানীয় সরকার বিভাগের উপ-পরিচালক মোবারক হোসেন, অতিরিক্ত জেলা প্রশাসক পাঠান মো: সাইফুজ্জামান, অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) মো: মাহমুদ খান, জেলা সিভিল সার্জন ডা: নূয়েন খীসাসহ সরকারী-বেসরকারী বিভিন্ন সংস্থার প্রতিনিধিগণ উপস্থিত ছিলেন।
স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সিনিয়র সচিব নাসিমুল গনি সাংবাদিকদের প্রশ্নের জবাবে আরো বলেন, জুলাই-আগস্টের আন্দোলনে ছাত্র-জনতার রক্তের বিনিময়ে অর্জিত এই স্বাধীনতাকে ধরে রাখতে সকলকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে। জুলাই-আগস্টের আন্দোলনে ছাত্র-জনতার পাশাপাশি অনেক শিশুকেও রক্ত দিতে হয়েছে, তাদের রক্ত বৃথা যেতে পারে না। পরিবর্তিত পরিস্থিতিতে তিনি সকলকে সরকারি নির্দেশনা অনুযায়ী স্ব-স্ব স্থানে থেকে দেশের জন্য কাজ করার আহ্বান জানান।
মতবিনিময় সভায় জুলাই-আগস্ট আন্দোলনের ঘটনাসহ নিহতদের নিয়ে একটি ভিডিও প্রেজেন্টেশন উপস্থাপন করা হয়।
বিভি/পিএইচ
মন্তব্য করুন: