• NEWS PORTAL

  • শনিবার, ০৩ মে ২০২৫

Inhouse Drama Promotion
Inhouse Drama Promotion

পতাকা বৈঠকে মিমাংসা, দুই দেশের নাগরিকদের হস্তান্তর

প্রকাশিত: ২২:৩৩, ২ মে ২০২৫

আপডেট: ২২:৩৪, ২ মে ২০২৫

ফন্ট সাইজ
পতাকা বৈঠকে মিমাংসা, দুই দেশের নাগরিকদের হস্তান্তর

সীমান্তে পতাকা বৈঠকের পর দুই দেশের নাগরিকদের ফেরত দিয়েছে বিজিবি-বিএসএফ। দিনাজপুরের বিরলে দুই বাংলাদেশি কৃষকের বিনিময়ে গ্রামবাসীদের হাতে আটক দুই ভারতীয় নাগরিককে ফেরত দিয়েছে বর্ডার গার্ড বাংলাদেশ।

শুক্রবার (২ মে) রাত সাড়ে ৯টার পর বিজিবি-বিএসএফের কমান্ডার পর্যায়ের বৈঠক শেষে হস্তান্তর প্রক্রিয়া অনুষ্ঠিত হয়। হস্তান্তরের পর বাংলাদেশি দুইজনকে বিজিবি ক্যাম্পে নিয়ে আসা হয়। বিষয়টি গণমাধ্যমকে নিশ্চিত করেছেন ধর্মপুর ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান নুর ইসলাম।

এর আগে, দুপুরে বিরল উপজেলার ধর্মজৈন সীমান্তের মল্লিকপুর কারুলিয়াপাড়ার ৩২০/৯ এস পিলার-সংলগ্ন এলাকা থেকে দুই বাংলাদেশি কৃষককে ধরে নিয়ে যায় বিএসএফ। এ ঘটনার জেরে ক্ষুব্ধ গ্রামবাসী ভারতীয় দুই নাগরিককে আটক করে বিজিবির কাছে সোপর্দ করে।

জানা যায়, বিরলের ধর্মপুর ইউনিয়নের ধর্মজৈন সীমান্তে ধান কাটছিলেন মাসুদ ও এনামুল নামের দুই কৃষক। দুপুর ১২টার দিকে ৩২০ মেইন পিলারের সাব পিলার ৯ ও ১০-এর মাঝামাঝি থেকে তাদের ধরে নিয়ে যায় বিএসএফ। এ ঘটনা জানাজানি হলে প্রতিবাদে নো ম্যানস ল্যান্ডে অবস্থানরত দুই ভারতীয় নাগরিককে আটক করে বিক্ষুব্ধ গ্রামবাসী। পরে ইউপি সদস্য আবদুর রহমানের মাধ্যমে বিজিবি সদস্যদের কাছে তাদের হস্তান্তর করা হয়।

ওই দুই ভারতীয় নাগরিক হলেন- ভারতের গঙ্গারামপুর থানার অনন্তপুর গ্রামের সরেণ টুডুর ছেলে অবিনাশ টুডু (২০) ও লরদু সরেণের ছেলে ফিলিপ সরেণ (৩০)।

হস্তান্তর প্রক্রিয়া নিয়ে ধর্মজৈন বিওপি ক্যাম্পের নায়েক সুবেদার রেজাউল করিম বলেন, সীমান্তে ধান কাটার সময় দুই বাংলাদেশি নাগরিককে তুলে নিয়ে যায় ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী। পরে স্থানীয় বাংলাদেশি নাগরিকরা দুই ভারতীয় নাগরিককে আটক করেন। রাতে আমরা পতাকা বৈঠকের মাধ্যমে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনীর সঙ্গে আলোচনা করে উভয় দেশের নাগরিকদের স্ব-স্ব বাহিনীর কাছে হস্তান্তর করে নিষ্পত্তি করা হয়েছে।

বিভি/পিএইচ

মন্তব্য করুন:

সর্বাধিক পঠিত
Drama Branding Details R2
Drama Branding Details R2