• NEWS PORTAL

  • সোমবার, ০৫ মে ২০২৫

Inhouse Drama Promotion
Inhouse Drama Promotion

সাতক্ষীরায় গৃহবধুর মরদেহ উদ্ধার 

প্রকাশিত: ১২:৫৯, ৫ মে ২০২৫

আপডেট: ১৬:০৯, ৫ মে ২০২৫

ফন্ট সাইজ
সাতক্ষীরায় গৃহবধুর মরদেহ উদ্ধার 

ফাইল ছবি

সাতক্ষীরার তালার হরিশ্চন্দ্রকাটি সরকারি প্রাথমিক বিদ্যালয় সংলগ্ন একটি কালভার্টের নিচ থেকে সেলিনা বেগম নামে এক গৃহবধুর মরদেহ উদ্ধার করেছে পুলিশ। সোমবার (৫ মে) ভোর ৬ টার দিকে তার মরদেহ উদ্ধার করা হয়। 

সেলিনা বেগম (৪৫) হরিশ্চন্দ্রকাটি গ্রামের মো. রহমত খাঁ’র স্ত্রী।

নিহতের দুলাভাই মো. আবুল কাশেম জানান, রবিবার সন্ধ্যায় ঢাকায় চিকিৎসাধীন অসুস্থ মেয়েকে বিকাশে টাকা পাঠাতে তিনি স্থানীয় বাজারে যান। পরে রাতে তিনি আর বাড়িতে ফিরে আসেননি৷ অনেক খোঁজাখুঁজির এক পর্যায়ে সোমবার ভোরে স্থানীয়দের দেওয়া তথ্যের ভিত্তিতে পুলিশ হরিশ্চন্দ্রকাটি সরকারি প্রাথমিক বিদ্যালয় সংলগ্ন একটি কালভার্টের নিচ থেকে সেলিনা বেগমের মরদেহ উদ্ধার করেন।

তিনি আরও জানান, নিহতের মরদেহের পাশে তার ব্যবহৃত মোবাইল ফোন, কানের দুল, ঔষধ ও অল্পকিছু কাঁচাবাজার পড়ে থাকতে দেখা যায়।

তালা থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শেখ শাহিনুর রহমান জানান, ঘটনাস্থল থেকে নিহতের মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য সাতক্ষীরা সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। তবে কী কারণে এবং কীভাবে তার মৃত্যু হয়েছে তা ময়নাতদন্তের রিপোর্ট পাওয়ার পর তদন্ত সাপেক্ষে জানা যাবে।

 তিনি আরও জানান, এব্যাপারে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে।

বিভি/এ আই

মন্তব্য করুন:

সর্বাধিক পঠিত
Drama Branding Details R2
Drama Branding Details R2