চট্টগ্রামে মাওলানা মুহাম্মদ রইস উদ্দিনকে হত্যার প্রতিবাদে বিক্ষোভ

মাওলানা মুহাম্মদ রইস উদ্দিনকে হত্যার প্রতিবাদে ও বিচারের দাবিতে চট্টগ্রামে সড়ক অবরোধ করে বিক্ষোভ করেছে বাংলাদেশ আহলে সুন্নাত ওয়াল জামায়াত। সাউন্ড গ্রেনেড ও টিয়ারশেল ছুড়ে অবরোধকারীদের ছত্রভঙ্গ করেছে পুলিশ।
সকাল দশটার দিকে মহানগরীর মুরাদপুর এলাকায় সড়ক অবরোধ করেন আহলে সুন্নাত ওয়াল জমা’আতের নেতা-কর্মীরা।
মহানগরীর প্রধান এ সড়কটিতে যান চলাচল বন্ধ হয়ে যায়, সৃষ্টি হয় তীব্র যানযট। পরে পুলিশ গিয়ে সাউন্ড গ্রেনেড ও টিয়ারশেল নিক্ষেপ করে। এসময় পুলিশের উপর ইট পাটকেল নিক্ষেপ করায় ঘটনাস্থল থেকে আটক করা হয় দুই বিক্ষোভকারীকে।
২৭ এপ্রিল গাজীপুর সিটি করপোরেশনের হায়দারাবাদ এলাকার আখলাদুল জামে মসজিদের ইমাম ও খতিব মাওলানা রইস উদ্দিনকে শিশু ধর্ষণের অভিযোগে গাছে বেঁধে মারধর করে একদল লোক। পরে পুলিশের হাতে তুলে দেওয়া হয়। পরদিন ভোর চারটায় কারাগারেই মারা যান মাওলানা মুহাম্মদ রইসউদ্দিন। এ ঘটনার পর থেকে কর্মসূচি পালন করে আসছে আহলে সুন্নাত ওয়াল জামা’আত।
বিভি/এ আই
মন্তব্য করুন: