ফরিদপুরে টর্চ জ্বালিয়ে দুই গ্রুপের সংঘর্ষে নিহত ১, আহত ৩৫

ছবি: সংগৃহীত
আধিপত্য বিস্তার নিয়ে ফরিদপুরের ভাঙ্গায় দুই গ্রুপের সংঘর্ষে একজন নিহত হয়েছেন। আহত কমপক্ষে ৩৫ জন।
রবিবার (৪ মে) রাতে টর্চলাইট, ঢাল সড়কি ও দেশীয় অস্ত্রশস্ত্র নিয়ে সংঘর্ষে লিপ্ত হয় তারা। নিহতের নাম কুদ্দুস মোল্লা। পরে পুলিশ পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।
পুলিশ জানায়, মকরমপট্টিতে বজলু মুন্সি ও দবির মাতুব্বরের মধ্যে আধিপত্য বিস্তার নিয়ে বিরোধ চলে আসছে। রবিবার বজলু মুন্সির দলের মিরাজ মেম্বার প্রতিপক্ষ দবির মাতুব্বরের দলে যোগ দেয়। এ কারণে দবির মাতুব্বরের লোকেরা খাওয়া দাওয়ার আয়োজন করে। এরপর দুই দল সংঘর্ষে লিপ্ত হয়।
এদিকে, সাতক্ষীরার তালার হরিশ্চন্দ্রকাটি সরকারি প্রাথমিক বিদ্যালয় সংলগ্ন একটি কালভার্টের নিচ থেকে সেলিনা বেগম নামে এক গৃহবধুর মরদেহ উদ্ধার করেছে পুলিশ। সোমবার ভোরে তার মৃতদেহ উদ্ধার করা হয়।
বিভি/এ আই
মন্তব্য করুন: