• NEWS PORTAL

  • মঙ্গলবার, ০৬ মে ২০২৫

Inhouse Drama Promotion
Inhouse Drama Promotion

গরুর খড় খাওয়া নিয়ে সংঘর্ষে আহত অর্ধশতাধিক

প্রকাশিত: ২০:৪২, ৫ মে ২০২৫

ফন্ট সাইজ
গরুর খড় খাওয়া নিয়ে সংঘর্ষে আহত অর্ধশতাধিক

ছবি: সংগৃহীত

হবিগঞ্জের বানিয়াচংয়ে গরুর খড় খাওয়ার জের ধরে দুইপক্ষের সংঘর্ষে আহত হয়েছেন অর্ধশতাধিক। এদিকে, আধিপত্য বিস্তার নিয়ে ফরিদপুরের ভাঙ্গায় দুই গ্রুপের সংঘর্ষে নিহত হয়েছে একজন।

হবিগঞ্জের বানিয়াচং উপজেলার উত্তর সাঙ্গর এলাকায় গরু খড় খাওয়া নিয়ে সংঘর্ষে জড়ায় দুইপক্ষ। এতে টেটাবিদ্ধ হয়ে নারী পুরুষসহ অর্ধশতাধিক আহত হয়েছেন।

সোমবার (৫ মে) দুপুরে এ সংঘর্ষ হয়। স্থানীয়রা জানায়, সকালে উত্তর সাঙ্গর গ্রামের আইয়ুব আলীর গরু, পাশের হামিদা বেগমের ধানের খড় খায়। এ নিয়ে সকালে দুইপক্ষের নারীদের মধ্যে কথা কাটাকাটি হয়। এক পর্যায়ে উভয় পক্ষের লোকজন দেশীয় অস্ত্র নিয়ে সংঘর্ষে জড়ায়। 

এদিকে, ফরিদপুরে দু'পক্ষের সংঘর্ষে প্রাণ গেছে একজনের। রবিবার রাতে ঢাল সড়কি ও দেশীয় অস্ত্রশস্ত্র নিয়ে সংঘর্ষে লিপ্ত হয় তারা। নিহতের নাম কুদ্দুস মোল্লা। পুলিশ জানায়, মকরমপট্টিতে বজলু মুন্সি ও দবির মাতুব্বরের সমর্থকদের মধ্যে সংঘর্ষ বাধে। 

বিভি/এসজি

মন্তব্য করুন:

সর্বাধিক পঠিত
Drama Branding Details R2
Drama Branding Details R2