• NEWS PORTAL

  • বুধবার, ০৭ মে ২০২৫

Inhouse Drama Promotion
Inhouse Drama Promotion

ঢাকা-মাওয়া এক্সপ্রেসওয়েত ডাকাতিচেষ্টা, চালকের দক্ষতায় অল্পে রক্ষা

মুন্সীগঞ্জ প্রতিনিধি

প্রকাশিত: ২৩:০৫, ৬ মে ২০২৫

ফন্ট সাইজ
ঢাকা-মাওয়া এক্সপ্রেসওয়েত ডাকাতিচেষ্টা, চালকের দক্ষতায় অল্পে রক্ষা

মুন্সীগঞ্জের শ্রীনগরে মাওয়া এক্সপ্রেসওয়ে রাস্তায় বেরিকেড দিয়ে ডাকাতির চেষ্টার ঘটনা ঘটেছে যা ইতোমধ্যে সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হয়েছে। গাড়ির সামনে থাকা ক্যামেরায় ডাকাত চক্রের বেশ কয়েকজনকে দেশীয় অস্ত্র হাতে আগ্রাসী ভূমিকায় দেখা গেছে। চালকে কৃতিত্বে অল্পের জন্য রক্ষা পেয়েছেন যাত্রীরা। ইতোমধ্যে চাঞ্চল্যকর ভিডিওটি সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরাল হয়েছে।

সোমবার (৫ মে) রাত ২টার দিকে উপজেলার ষোলঘর এলাকায় এ ঘটনা ঘটে। ঘটনার সত্যতা গণমাধ্যমকে নিশ্চিত করেছেন শ্রীনগর থানার ওসি শাকিল আহমেদ।

ভাইরাল হওয়া ভিডিও ফুটেজে দেখা যায়, সংঘবদ্ধ ডাকাত চক্রটি এক্সপ্রেসওয়ের সার্ভিস লেনে গাছ-পালা ফেলে বেরিকেড দিয়ে রেখেছে। এসময় রাস্তা ধরে এগিয়ে গেলে ডাকাতের কবলে পড়ে গাড়িসহ যাত্রীরা। আশেপাশ থেকে প্রথম চারজন ও পরে আরও দুজন দেশীয় অস্ত্র নিয়ে হামলা চালায়। তবে এসময় ডাকাতের কবলে পড়া গাড়ির চালক পিছুটান দিয়ে চলে আসলে কোনোমতে রক্ষা হয় ।

শ্রীনগর থানার ওসি শাকিল আহমেদ গণমাধ্যমকে জানান, মাওয়া থেকে ঢাকার অভিমুখে যাওয়ার পথে ঘটনার পরপরই টহল পুলিশ ঘটনাস্থলে পৌঁছায়। এসময় পালিয়ে যায় ডাকাত দল। এ ঘটনায় ফুটেজ দেখে ডাকাত চক্রের সদস্যদের চিহ্নিত ও গ্রেফতারের চেষ্টা চলছে।

বিভি/পিএইচ

মন্তব্য করুন:

Drama Branding Details R2
Drama Branding Details R2