হত্যা মামলায় কারাগারে দৈনিক সাতনদী পত্রিকার সম্পাদক হাবিব

সাতক্ষীরা থেকে প্রকাশিত দৈনিক সাতনদী পত্রিকার সম্পাদক ও প্রকাশক হাবিবুর রহমানকে (৫৫) একটি হত্যা মামলায় জামিন না মঞ্জুর করে জেল হাজতে পাঠিয়েছে জেলা ও দায়রা জজ আদালত। বৃহস্পতিবার (৮ মে) দুপুরে সাতক্ষীরার জেলা ও দায়রা জজ আদালতের বিচারক মোঃ নজরুল ইসলাম এ আদেশ দেন। এর আগে হাবিবুর রহমান একটি হত্যা মামলায় উচ্চ আদালত থেকে জামিনে ছিলেন।
সাংবাদিক হাবিবুর রহমান আশাশুনি উপজেলার মহাজনপুর গ্রামের মৃত আব্দুল আজিজের পুত্র ও সাতক্ষীরা থেকে প্রকাশিত দৈনিক সাতনদী পত্রিকার সম্পাদক ও প্রকাশক।
মামলা সূত্রে জানা যায়, হাবিবুর রহমান এর আগে একই মামলায় উচ্চ আদালত থেকে (হাইকোর্ট) থেকে ৮ সপ্তাহের জামিনে ছিলেন। জামিনের মেয়াদ শেষে তিনি আদালতে সাতক্ষীরা জেলা ও দায়রা জজ আদালতে আত্মসমর্পণ করে জামিনের আবেদন জানান। শুনানি শেষে বিচারক তার আবেদন নামঞ্জুর করে তাকে জেল হাজতে প্রেরণের নির্দেশ দেন।
হাবিবুর রহমানের আইনজীবী আব্দুল মজিদ জানান, উচ্চ আদালতের জামিন শেষ হওয়ায় তার মক্কেল নিম্ন আদালতে আজ হাজির হয়ে জামিনের আবেদন জানিয়েছিলেন। আদালত জামিন না মঞ্জুর করে তাকে কারাগারে পাঠিয়েছেন।
সাতক্ষীরা জেলা ও দায়রা জজ আদালতের পাবলিক প্রসিকিউটর (পিপি) অ্যাড. শেখ আব্দুস সাত্তার জানান, ন্যায়বিচার নিশ্চিত করতে আমরা বিজ্ঞ আদালতের কাছে আবেদন করি যাতে অভিযুক্তকে জেল হাজতে রাখা হয়। আদালত বিষয়টি আমলে নিয়ে তাকে জামিন না মঞ্জুর করে জেল হাজতে পাঠানোর নির্দেশ দিয়েছেন।
বিভি/পিএইচ
মন্তব্য করুন: