• NEWS PORTAL

  • শুক্রবার, ০৯ মে ২০২৫

Inhouse Drama Promotion
Inhouse Drama Promotion

মাদকসহ অনলাইন জুয়ার ৩ মাস্টার এজেন্ট আটক

সাতক্ষীরা প্রতিনিধি

প্রকাশিত: ২০:৩৮, ৮ মে ২০২৫

ফন্ট সাইজ
মাদকসহ অনলাইন জুয়ার ৩ মাস্টার এজেন্ট আটক

সাতক্ষীরার শ্যামনগর থেকে অনলাইন জুয়ার সাথে জড়িত ৩ মাস্টার এজেন্টকে মাদকসহ আটক করেছে পুলিশ। বৃহস্পতিবার (৮ মে) ভোর রাতে উপজেলার নওয়াবেঁকী বাজার সংলগ্ন আটুলিয়া এলাকার একটি ধানক্ষেত থেকে তাদের আটক করা হয়। এসময় তাদের কাছ থেকে ১০০ মিলি বিদেশি মদ ও ১০০ গ্রাম গাঁজা উদ্ধার করা হয়। 

আটককৃতরা হলো- উত্তর আটুলিয়া গ্রামের আবু সাঈদ (৩০), মনিরুজ্জামান (৩০) ও ভড়ভড়িয়া গ্রামের মেখালেছুর রহমান (২৪)। 

আবু সাঈদ ও মনিরুজ্জামান পান্না ইতোপূর্বে ছাত্রলীগের রাজনীতির সাথে জড়িত ছিল। গত ৫ আগষ্ট পট পরিবর্তনের পর থেকে তারা দুইজন স্থানীয় আটুলিয়া ইউনিয়ন যুবদলের যুগ্ম-আহবায়ক হাবিবুল্লাহর ছত্রছায়ায় এখন যুবদলকর্মী হিসেবে পরিচয় দেন।

শ্যামনগর থানার অফিসার ইনচার্জ (ওসি) হুমায়ুর কবির জানান, আটককৃত সকলেই ওয়ানএক্সবেট নামীয় জুয়ার সাথে জড়িত। গোপন সংবাদের ভিত্তিতে আবু সাঈদের বাড়ির পাশ থেকে তাদেরকে আটক করা হয়। দুইজন পালিয়ে গেলেও তাদের মোবাইলে অনলাইন জুয়ার ব্যাপারে প্রমাণ মিলেছে।

এসময় আটককৃতদের কাছ থেকে দুটি মোটরসাইকেল, তিনটি মোবাইল, ১০০ মিলি বিদেশি মদ ও ১০০ গ্রাম গাাঁজা জব্দ করা হয়েছে। নিয়মিত মামলায় তাদেরকে কারাগারে প্রেরণ করা হয়েছে। এছাড়া পালিয়ে যাওয়া তাদের সহযোগী ইস্রাফিল ও ইসমাইলকে একই মামলায় আসামিভুক্ত করা হয়েছে।

বিভি/পিএইচ

মন্তব্য করুন: