• NEWS PORTAL

  • শুক্রবার, ০৯ মে ২০২৫

Inhouse Drama Promotion
Inhouse Drama Promotion

ট্রাকের পেছনে পিকআপের ধাক্কায় নিহত ৩

টাঙ্গাইল প্রতিনিধি

প্রকাশিত: ২০:৪০, ৮ মে ২০২৫

ফন্ট সাইজ
ট্রাকের পেছনে পিকআপের ধাক্কায় নিহত ৩

টাঙ্গাইলের মির্জাপুরে লোবেট গাড়ির (বড় ট্রাক) পেছনে পিকআপভ্যানের ধাক্কায় চালকসহ তিনজন নিহত হয়েছেন। বৃহস্পতিবার (৮ মে) বিকালে ঢাকা-টাঙ্গাইল মহাসড়কে উপজেলার গোড়াই মিলগেট এলাকায় উত্তরবঙ্গগামী লেনে এই ঘটনা ঘটে। শেষ খবর পাওয়া পর্যন্ত নিহতদের পরিচয় পাওয়া যায়নি।

গোড়াই হাইওয়ে থানার উপ-পরিদর্শক (এসআই) মো. শাহ আলম জানান, গোড়াই মিলগেট এলাকায় উত্তরবঙ্গগামী লোবেটের সঙ্গে ধাক্কায় পিকআপ ভ্যানটি উল্টে যায়। এতে চালকসহ পিকআপভ্যানে থাকা তিনজন নিহত হন। পরে ফায়ার সার্ভিসের কর্মীরা ঘটনাস্থলে পৌঁছে মরদেহগুলো উদ্ধার করেন। এ সময় চালক লোবেট গাড়ি নিয়ে পালিয়ে যায়। নিহতদের নাম পরিচয় শনাক্ত করে আইনগত প্রক্রিয়া শেষে মরদেহগুলো পরিবারের কাছে হস্তান্তর করা হবে।

বিভি/পিএইচ

মন্তব্য করুন: