জমি সংক্রান্ত বিরোধে মামার অস্ত্রের আঘাতে ভাগিনা খুন

খাগড়াছড়ির পানছড়িতে জমি সংক্রান্ত বিরোধের জেরে মামার ধারালো অস্ত্রের আঘাতে ভাগিনা খুন হয়েছে। নিহতের নাম কল্প রঞ্জন ত্রিপুরা (৫৮)।
স্থানীয়রা জানায়, পানছড়ি উপজেলার ৩নং পানছড়ি ইউপিস্থ ১ নংওয়ার্ডে তক্ষীরায় পাড়া এলাকায় কল্প রঞ্জন ত্রিপুরার সাথে (৫৮) ও পূর্ণ বিকাশ ত্রিপুরা (৬২) সম্পর্কে মামা ও ভাগিনা। দীর্ঘদিন ধরে তাদের মধ্যে জমি সংক্রান্ত বিরোধ চলছিল। বৃস্পতিবার (৮ মে) বিকাল ৩টার দিকে দুইজনের মধ্যে ঝগড়া হয়। মামা পূর্ণ বিকাশ ত্রিপুরা ভাগিনা কল্প রঞ্জন ত্রিপুরাকে ধারালো অস্ত্র দিয়ে আঘাত করলে ঘটনাস্থলে মারা যায়।
পানছড়ি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো: জসিম উদ্দিন ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, এলাকাটি দুর্গম হওয়ায় এখনো লাশ উদ্ধার করা সম্ভব হয়নি।
বিভি/পিএইচ
মন্তব্য করুন: