• NEWS PORTAL

  • শুক্রবার, ০৯ মে ২০২৫

Inhouse Drama Promotion
Inhouse Drama Promotion

২০৩ কি.মি. সীমান্তে বিজিবির টহল জোরদার, গোয়েন্দা তৎপরতা বৃদ্ধি

সাতক্ষীরা প্রতিনিধি

প্রকাশিত: ২১:১৮, ৮ মে ২০২৫

ফন্ট সাইজ
২০৩ কি.মি. সীমান্তে বিজিবির টহল জোরদার, গোয়েন্দা তৎপরতা বৃদ্ধি

ভারত ও পাকিস্থান সংঘাতকে ঘিরে সাতক্ষীরার ২০৩ কিলোমিটার নদী ও স্থল সীমান্ত এলাকার বাসিন্দাদের মধ্যে উৎকণ্ঠা দেখা দিয়েছিল। তবে, বিজিবির টহল জোরদারের পাশাপাশি গোয়েন্দা তৎপরতা বাড়ায় কিছুটা স্বস্তি ফিরেছে সীমান্তবাসীর মাঝে।

বিজিবির দেওয়া তথ্যমতে, সাতক্ষীরায় ৩৬ কিলোমিটার স্থল সীমান্ত ও বাকি ১৬৭ কিলোমিটার নদী সীমান্ত পথ রয়েছে। এই স্থল ও নদী পথের সীমান্ত রক্ষায় অতন্দ্রপ্রহরী হিসেবে রয়েছে সাতক্ষীরার ৩৩ বিজিবি ব্যাটালিয়ন ও শ্যামনগরের নীলডুমুর ১৭ বিজিবি ব্যাটেলিয়ন। দুটি ব্যাটেলিয়নের আওতাধীন সীমান্ত পথে নীরব নজরদারির পাশাপাশি বিজিবির টহল জোরদার করা হয়েছে। একইসাথে এলাকাবাসীও সজাগ রয়েছেন। 

সীমান্ত ইউনিয়ন ভোমরার চেয়ারম্যান গাজী ইসরাইল হোসেন জানান, ভারত-পাকিস্তানের মধ্যে বিরোধ থাকলেও এই সীমান্ত এখনও স্বাভাবিক। তবে, আগে ৫০০ গজ অন্তর একজন বিএসএফ সদস্য দায়িত্ব পালন করলেও এখন ৩০০ গজ অন্তর অন্তর তাদের দেখতে পাওয়া গেছে। যদি বিএসএফ কোন রকম তৎপরতা দেখায়, তাহলে বিজিবিকে সঙ্গে নিয়ে তা প্রতিহত করা হবে।

সাতক্ষীরাস্থ বিজিবি ৩৩ ব্যাটেলিয়নের উপ-অধিনায়ক ক্যাপ্টেন সাদমান জানান, ভারত-পাকিস্তানের সংঘাতের ঘটনাকে ঘিরে সীমান্ত সুরক্ষা ও আধিপত্য বিস্তার জোরদার করা হয়েছে। সীমান্তের দায়িত্বপূর্ণ এলাকায় সর্বদা সজাগ সতর্ক থেকে সার্বিক পরিস্থিতি মনিটরিং করা হচ্ছে। সীমান্ত দিয়ে অবৈধ অনুপ্রবেশ প্রতিরোধে হুঁশিয়ারি জারি করা হয়েছে। এছাড়াও, অধিকতর টহল তৎপরতার জন্য সীমান্তে জনবল বৃদ্ধির পাশাপাশি সীমান্ত পরিস্থিতি মূল্যয়নের জন্য গোয়েন্দা তৎপরতাও বাড়ানো হয়েছে। 

জেলা কোর কমিটির সভাপতি ও সাতক্ষীরার জেলা প্রশাসক মোহাম্মদ মোস্তাক আহমেদ জানান, সাতক্ষীরা দক্ষিণ-পশ্চিমাঞ্চলের সীমান্ত জেলা। এ জেলার বিপরীতে ভারত অংশের সীমান্ত এলাকায় যোগাযোগ ব্যবস্থা ভালো। তাই, নিরাপত্তা ব্যবস্থা জোরদারে সাতক্ষীরা সীমান্তেও যোগাযোগ ব্যবস্থা ভালো করতে হবে।

বিভি/পিএইচ

মন্তব্য করুন: