• NEWS PORTAL

  • সোমবার, ২৩ জুন ২০২৫

Drama: Jamai Bou Chor
Drama: Jamai Bou Chor

চাকরি স্থায়ীকরণের দাবিতে বড়পুকুরিয়া কয়লাখনি শ্রমিকদের বিক্ষোভ

দিনাজপুর প্রতিনিধি

প্রকাশিত: ১৪:২৫, ১৮ মে ২০২৫

ফন্ট সাইজ
চাকরি স্থায়ীকরণের দাবিতে বড়পুকুরিয়া কয়লাখনি শ্রমিকদের বিক্ষোভ

দিনাজপুরের বড়পুকুরিয়া কয়লা খনিতে কর্মরত ১৭৪ জন শ্রমিকের চাকরি স্থায়ীকরণের দাবিতে শ্রমিক কর্মবিরতি ও বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়েছে। রবিবার (১৮ মে) দুপুরে খনির প্রবেশপথে কর্মবিরতিতে থাকা শ্রমিকরা সংবাদ সম্মেলন করে। 

সংবাদ সম্মেলনে অভিযোগ করা হয়, কর্মরত এসব শ্রমিকরা সকলেই এলাকার ক্ষতিগ্রস্ত পরিবারের সদস্য। খনি এলাকায় থাকা তাদের ঘরবাড়ি অনেক আগেই ধ্বংস হয়ে গেছে। সেই সূত্র ধরেই ক্ষতিগ্রস্ত পরিবারের একজন করে সদস্য এলাকাবাসীর দাবির প্রেক্ষিতে চাকরি পায়। গত সাত বছর ধরে ১৪০০ ফিট মাটির নিচে কয়লা উত্তোলনে সম্পৃক্ত এসব শ্রমিকদের গত ৬ মে কর্তৃপক্ষ হঠাৎ করে জানিয়ে দেয় তাদের চাকরি আর পাঁচ মাস আছে। এই পাঁচ মাস তারা কোন দুর্ঘটনা শিকার হলে খনি কর্তৃপক্ষ এর কোন দায়ভার নিবে না। এই সিদ্ধান্তের তাৎক্ষণিক প্রতিবাদ জানিয়ে শ্রমিকরা কর্মবিরতি শুরু করে। 

আউট সোর্সিং নিয়োগ পাওয়া এসব শ্রমিকদের দাবি, খনি যতদিন সচল থাকবে ততদিন তাদের চাকরি বহাল রাখতে হবে। দ্রুত সময়ে এর সমাধান না হলে গ্রামবাসীদের সাথে নিয়ে কঠোর আন্দোলনে নামার হুঁশিয়ারি দেওয়া হয় সংবাদ সম্মেলন থেকে। 

সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য রাখেন শহিদুল ইসলাম বাবু। এসময় উপস্থিত ছিলেন লিটন খানসহ অন্য শ্রমিকরা। সংবাদ সম্মেলন শেষে আন্দোলনরত শ্রমিকরা তাদের দাবির সমর্থনে খনি গেট এলাকায় বিক্ষোভ মিছিল করে।

বিভি/পিএইচ

মন্তব্য করুন: