পাবনায় বাস ও ট্রাকের সংঘর্ষে নিহত ৩

ছবি: সংগৃহীত
পাবনায় বাস ও ট্রাকের সংঘর্ষে তিনজন নিহত হয়েছেন। দুর্ঘটনায় আরও অন্তত ১০ জন আহত হয়েছেন। শুক্রবার (৪ জুলাই) পাবনা-ঢাকা মহাসড়কের পূর্ব বনগ্রাম এলাকায় ভোর সাড়ে পাঁচটার দিকে এ ঘটনা ঘটে।
পুলিশ জানায়, নারায়ণগঞ্জ থেকে পাবনা এক্সপ্রেস নামের যাত্রীবাহী একটি বাস ভোর সাড়ে পাঁচটার দিকে সাঁথিয়ার পূর্ব বনগ্রাম এলাকায় পৌঁছালে বিপরীত দিক থেকে আসা পাথর বোঝাই ট্রাকের সাথে সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলেই তিনজনের মৃত্যু হয়।
নিহতদের মধ্যে দুইজন হলেন- সুজানগর উপজেলার শান্তিপুর এলাকার মৃত হাসেম মোল্লার ছেলে আবেদ আলী, আতাইকুলা কারিগর পাড়ার মৃত ইদাদ আলীর ছেলে মুনছুর আলী। স্থানীয় হাসপাতালে দুর্ঘটনায় আহতদের চিকিৎসা চলছে।
এদিকে চুয়াডাঙ্গার আলমডাঙ্গার নওদাপাড়ায় ইটভাটার কাছে ড্রাম ট্রাকের চাপায় এক স্কুলছাত্র ও মোটরসাইকেলের দুই আরোহী নিহত হয়েছেন। নিহতরা হলেন- আলমডাঙার বেলগাছি ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান ডামোশ গ্রামের মাহমুদুল হাসান চঞ্চলের ছেলে ও স্থানীয় সরকারি প্রাথমিক বিদ্যালয়ের পঞ্চম শ্রেণির ছাত্র রিয়াদ হাসান এবং তার ফার্মের কর্মচারী ফরিদপুর গ্রামের বাসিন্দা পলাশ হোসেন।
বিভি/এসজি
মন্তব্য করুন: