• NEWS PORTAL

  • শুক্রবার, ০৪ জুলাই ২০২৫

Drama: Jamai Bou Chor
Drama: Jamai Bou Chor

নরসিংদীতে ভয়াবহ অগ্নিকাণ্ডে শতাধিক দোকান পুড়ে ছাই

নরসিংদী প্রতিনিধি

প্রকাশিত: ১৪:৪৩, ৪ জুলাই ২০২৫

ফন্ট সাইজ
নরসিংদীতে ভয়াবহ অগ্নিকাণ্ডে শতাধিক দোকান পুড়ে ছাই

নরসিংদীর মাধবদী বাজারের মুড়িপট্টিতে ভয়াবহ অগ্নিকাণ্ডে শতাধিক দোকান পুড়ে গেছে। শুক্রবার (৪ জুলাই) ভোর ৫টার দিকে আগুনের সূত্রপাত হয় বলে জানান স্থানীয় ব্যবসায়ীরা। মাধবদী বড় মসজিদ থেকে মাইকে আগুন লাগার ঘোষণা দেওয়া হলে আশপাশের ব্যবসায়ীরা দ্রুত ঘটনাস্থলে ছুটে আসেন। মাধবদী, নরসিংদী ও পলাশের ফায়ার সার্ভিসের ৫টি ইউনিটের প্রায় ৪ ঘণ্টার চেষ্টায় পুরোপুরি আগুন নিয়ন্ত্রণে আসে। 

স্থানীয় ব্যবসায়ী ও প্রত্যক্ষদর্শীরা জানান, আগুন এতোটাই ভয়াবহ ছিলো যে মুহূর্তের মধ্যে তা বাজারের একপ্রান্ত থেকে অন্যপ্রান্তে ছড়িয়ে পড়ে। ফায়ার সার্ভিসের নিরলস চেষ্টায় প্রায় দুই ঘণ্টার চেষ্টার পর সকাল ৭টার দিকে আগুন নিয়ন্ত্রণে আসে এবং সকাল ১০টার দিকে পুরোপুরি নির্বাপন হয়।

স্থানীয় ব্যবসায়ীদের দাবি, শতাধিক দোকান পুড়ে গেছে, যার মধ্যে রয়েছে ১০টি স্বর্ণের দোকান। আগুনে ক্ষয়ক্ষতির পরিমাণ কয়েক কোটি টাকা বলে ধারণা করা হচ্ছে। স্বর্ণের দোকান থেকেই আগুনের সূত্রপাত হতে পারে বলে দাবি ব্যবসায়ীদের। তবে কোন দোকান থেকে এবং কী কারণে আগুন লেগেছে এই বিষয়ে এখনো নিশ্চিত হওয়া যায়নি।

মাধবদী ফায়ার সার্ভিসের স্টেশন অফিসার রায়হান আহমেদ জানিয়েছেন, ভোর ৫টার দিকে আগুনের সংবাদ পেয়ে দ্রুতই কাজ শুরু করে মাধবদী ফায়ার সার্ভিস। পরবর্তীতে নরসিংদী ও পলাশের ইউনিটসহ মোট পাঁচটি ইউনিট যুক্ত হয়ে সকাল ১০টার দিকে পুরোপুরি নির্বাপন করতে সক্ষম হয়। দুর্ঘটনায় কোনো প্রাণহানির খবর পাওয়া যায়নি। অগ্নিকাণ্ডের প্রকৃত কারণ অনুসন্ধান শেষে বিস্তারিত বলা যাবে।

বিভি/এসজি

মন্তব্য করুন:

সর্বাধিক পঠিত
Drama Branding Details R2
Drama Branding Details R2