• NEWS PORTAL

  • বুধবার, ১৬ জুলাই ২০২৫

Drama: Jamai Bou Chor
Drama: Jamai Bou Chor

সিরাজগঞ্জে ট্রাক চাপায় বাবা-ছেলের নিহত

প্রকাশিত: ১৪:১৫, ৮ জুলাই ২০২৫

ফন্ট সাইজ
সিরাজগঞ্জে ট্রাক চাপায় বাবা-ছেলের নিহত

সিরাজগঞ্জের সলঙ্গায় ট্রাক চাপায় ব্যাটারি চালিত অটোরিকশার যাত্রী বাবা ও ছেলে নিহত হয়েছেন। এঘটনায় আহত হয় বড় ছেলে রাসেল খন্দকার। 

মঙ্গলবার (৮ জুলাই) ভোরে হাটিকুমরুল-বনপাড়া মহাসড়কের সিরাজগঞ্জের সলঙ্গা থানার চড়িয়া মধ্যপাড়ার নুর জাহান হোটেলের সামনে এ ঘটনা ঘটে। 

নিহতরা হলেন সলঙ্গা থানার পুরনাবেড়া গ্রামের আব্দুল মান্নান খন্দকার (৭০) ও তার ছেলে জুয়েল খন্দকার (৩৫)। 

হাটিকুমরুল হাইওয়ে থানার অফিসার ইনচার্জ (ওসি) আব্দুর রউফ এতথ্য নিশ্চিত করেছেন। 

পুলিশ ও স্থানীয়রা জানান, আব্দুল মান্নান তার দুই ছেলেকে নিয়ে নিজস্ব অটোরিকশাযোগে চিকিৎসার জন্য সিরাজগঞ্জের শহীদ মনসুর আলী মেডিকেল কলেজ হাসপাতালে যাচ্ছিলেন। অটোরিকশাটি সলঙ্গা চড়িয়া মধ্যপাড়া এলাকায় নুর জাহান হোটেলের সামনে পৌঁছালে মহাসড়ক খানাখন্দ থাকায় অটোরিকশাটি মহাসড়কের মাঝামাঝি দিয়ে যাচ্ছিল। এ সময় দ্রুত তগতির একটি ট্রাক অটোরিকশাটি চাপা দিয়ে চলে যায়। এতে ঘটনাস্থলেই অটোরিকশার যাত্রী আব্দুল মান্নান খান্দকার ও তার ছেলে জুয়েল খন্দকার নিহত হন। আহত হয় বড় ছেলে রাসেল খন্দকার। স্থানীয়রা রাসেলকে উদ্ধার করে হাসপাতালে পাঠায় ও নিহতদের উদ্ধার করে হাইওয়ে থানার নিয়ে আসেন। 

এ ঘটনায় মামলা দায়েরের প্রস্তুত চলছে। নিহতদের মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে। 

বিভি/এআই

মন্তব্য করুন:

সর্বাধিক পঠিত
Drama Branding Details R2
Drama Branding Details R2