• NEWS PORTAL

  • সোমবার, ২১ জুলাই ২০২৫

Drama: Jamai Bou Chor
Drama: Jamai Bou Chor

ভৈরবে সেনাবাহিনী ও পৌরসভার যৌথ উদ্যোগে বিনামূল্যে চিকিৎসাসেবা প্রদান

সত্যজিৎ দাস ধ্রুব, ভৈরব (কিশোরগঞ্জ) প্রতিনিধি

প্রকাশিত: ১৪:৩৮, ১৭ জুলাই ২০২৫

আপডেট: ১৪:৩৮, ১৭ জুলাই ২০২৫

ফন্ট সাইজ
ভৈরবে সেনাবাহিনী ও পৌরসভার যৌথ উদ্যোগে বিনামূল্যে চিকিৎসাসেবা প্রদান

কিশোরগঞ্জের ভৈরবে বাংলাদেশ সেনাবাহিনীর ১৯ পদাতিক ডিভিশন ও ভৈরব পৌরসভার যৌথ উদ্যোগে গরীব ও দুস্থ রোগীদের বিনামূল্যে চিকিৎসাসেবা প্রদান করা হয়েছে। বৃহস্পতিবার (১৭ জুলাই) ভৈরব শহরের পৌর মাতৃসদনে মেডিকেল ক্যাম্পেইনের আয়োজন করা হয়। 

ওই ফ্রী মেডিকেল ক্যাম্পেইনে সকাল ১০টা থেকে বিকাল ৩টা পর্যন্ত সেনাবাহিনীর বিশেষজ্ঞ ডাক্তারগণ চক্ষু, মেডিসিন ও গাইনি সমস্যায় আক্রান্ত রোগীদের চিকিৎসা সেবা প্রদান করেন। ওই ক্যাম্পেইনে ৬শতাধিক রোগীকে বিনামুল্যে চিকিৎসা প্রদান ও ঔষধ বিতরণ করা হয়। এ সময় আরও ৬০ জন চক্ষু রোগীকে বিনামূল্যে চশমা প্রদান করা হয়।

এই মেডিকেল কম্পেইন পরিদর্শন করেন ১৯ পদাতিক ডিভিশনের অধিনস্থ ১৯ আর্টিলারি ব্রিগেডের উর্ধতন সেনা কর্মকর্তা, ভৈরব উপজেলা নির্বাহী অফিসার ও পৌর প্রশাসক শবনম শারমিন, পৌর সচিব মো: ফারুক, প্রধান প্রকৌশলী আরিফ সারোয়ার বাতেন প্রমুখ।

ভৈরব উপজেলা নির্বাহী কর্মকর্তা ও পৌর প্রশাসক শবনম শারমিন বলেন, সেনাবাহিনীর মাধ্যমে আজকে গরীব ও দুস্থ রোগীদের বিনামূল্যে চিকিৎসা সেবার সঙ্গে ঔষধ ও চশমা দেয়া হয়েছে। এই প্রতিকূল আবহাওয়ায় সেনাবাহিনী ও পৌরসভাসহ সকলের সম্মেলিত প্রচেষ্টায় গরীব ও অসহায় মানুষদের জন্য এই আয়োজন করা হয়। আগামীতেও এধরণের ফ্রি মেডিকেল ক্যাম্পেইনের আয়োজন অব্যাহত থাকবে বলে জানান তিনি।

বিভি/এজেড

মন্তব্য করুন:

সর্বাধিক পঠিত
Drama Branding Details R2
Drama Branding Details R2