গণগ্রেফতার আতঙ্কে গোপালগঞ্জের সাধারণ মানুষ

ছবি: সংগৃহীত
গোপালগঞ্জে কারফিউ ও ১৪৪ ধরা প্রত্যাহারের পর স্বাভাবিক হতে শুরু করেছে সেখানকার জীবনযাত্রা, তবে গণগ্রেফতার আতঙ্কে সাধারণ মানুষ।
কারফিউর পর গোপালগঞ্জ জেলায় গতরাতে ১৪৪ ধারাও জেলা প্রশাসন প্রত্যাহার করেছে। সেখানে পরিস্থিতি এখন শান্ত রয়েছে। তবে, অপরাধীদের গ্রেফতারে আইনশৃঙ্খলা বাহিনীর অভিযান চলবে বলে জানানো হয়েছে জেলা প্রশাসনের বিজ্ঞপ্তিতে।
গোপালগঞ্জে এনসিপির পদযাত্রাকে ঘিরে দফায় দফায় সংঘর্ষে চারজন মৃত্যুর ঘটনায় শনিবার গভীর রাতে গোপালগঞ্জ সদর থানায় চারটি মামলা হয়েছে। এতে আসামি করা হয়েছে পাঁচ হাজার চারশ জনকে।
রবিবার (২০ জুলাই) সকালে এ তথ্য নিশ্চিত করেন গোপালগঞ্জ সদর থানার ওসি মীর মোহাম্মদ সাজেদুর রহমান। জানান, এসব মামলায় দুষ্কৃতিকারীদের আসামি করা হয়েছে। এ পর্যন্ত এ ঘটনায় মোট আটটি মামলা হয়েছে। এতে আসামির সংখ্যা আট হাজার চারশ আটজন। এরমধ্যে পুলিশ গ্রেফতার করেছে ৩০১ জনকে।
বিভি/এআই
মন্তব্য করুন: