গ্রামের বাড়িতে ছোট্ট রাইসা মনির দাফন সম্পন্ন

ছবি: সংগৃহীত
ঢাকার উত্তরায় মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজে যুদ্ধবিমান বিধ্বস্তের ঘটনায় নিহত রাইসা মনির দাফন হয়েছে ফরিদপুরের আলফাডাঙ্গার গোপালপুরে। শুক্রবার (২৫ জুলাই) সকাল ৯টার দিকে গোপালপুরের বাজড়া ঈদগাহ ময়দানে জানাজা নামাজ শেষে বাজড়া কবরস্থানে তাকে দাফন করা হয়।
এর আগে পুলিশের অপরাধ তদন্ত বিভাগের ফরেনসিক ডিএনএ ল্যাব থেকে ডিএনএ টেস্টের পর বৃহস্পতিবার রাইসা মনিসহ ওই দুর্ঘটনায় নিহত পাঁচজনের পরিচয় শনাক্ত করা হয়। লাশ হস্তান্তরের পর রাতেই ঢাকা থেকে রওনা হয়ে ভোররাতে আলফাডাঙ্গায় গ্রামের বাড়ি পৌঁছান পরিবারের সদস্যরা।
১১ বছর বয়সী রাইসা মনি মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজের তৃতীয় শ্রেণির ছাত্রী ছিলো। দুর্ঘটনার পর থেকে তার কোনো খোঁজ মিলছিলো না। তিন ভাইবোনের মধ্যে রাইসা ছিলো মেঝো। সন্তানের মৃত্যুতে শোকে কাতর হয়ে পড়েছেন তার বাবা-মা, স্বজনরা।
বিভি/এসজি
মন্তব্য করুন: