খড়ের গাদার নিচ থেকে মিললো ১২ ফুট লম্বা অজগর সাপ

বাগেরহাটের শরণখোলায় খড়ের গাদার নিচ থেকে একটি অজগর উদ্ধার করেছে ওয়াইল্ড টিম ও ভিলেজ টাইগার রেসপন্স টিমের (ভিটিআরটি) সদস্যরা। বৃহস্পতিবার (২৪ জুলাই) বিকেলে সুন্দরবন সংলগ্ন শরণখোলা উপজেলার সাউথখালী ইউনিয়নের শরণখোলা গ্রামের ফিরোজ মিস্ত্রির বাড়ি থেকে সাপটি উদ্ধার করা হয়।
মুরগীর খোপ থেকে খড়ের গাদায় লুকানোর চেষ্টা করছিল উদ্ধারকৃত অজগর সাপটি। পরে অজগরটি সুন্দরবনে অবমুক্ত করা হয়। অবমুক্ত অজগরটি ১২ ফুট লম্বা এবং ওজন ১৫ কেজি।
ওয়াইল্ড টিমের শরণখোলা ফিল্ড ফ্যাসিলেটেটর মো. আলম হাওলাদার জানান, সুন্দরবন থেকে লোকালয়ে এসে অজগরটি একটি বাড়ীর মুরগির খোপে ঢুকে কয়েকটি মুরগী খেয়ে ফেলে। পরে খড়ের গাদায় লুকিয়ে থাকার চেষ্টা করে। খবর পেয়ে অজগরটি উদ্ধার করে সুন্দরবন বিভাগের কাছে হস্তান্তর করা হয়।
সুন্দরবনের শরণখোলা স্টেশন কর্মকর্তা (এসও) মো. খলিলুর রহমান জানান, স্বেচ্ছাসেবকরা উদ্ধার করে অজগরটি আমাদেরকে কাছে দিয়েছেন। পরে আমরা শরণখোলা রেঞ্জ অফিসের দক্ষিণ পাশে ধাবড়ি এলাকার বনে অজগরটিকে অবমুক্ত করেছি
বিভি/এজেড
মন্তব্য করুন: