• NEWS PORTAL

  • শনিবার, ০২ আগস্ট ২০২৫

Drama: Jamai Bou Chor
Drama: Jamai Bou Chor

দুই টাকায় ভরপেট খাবার, আছে ইলিশ মাছও

রাজবাড়ী প্রতিনিধি

প্রকাশিত: ১৫:৫০, ২৫ জুলাই ২০২৫

ফন্ট সাইজ
দুই টাকায় ভরপেট খাবার, আছে ইলিশ মাছও

রাজবাড়ীতে মাত্র দুই টাকায় মিলছে সাদা ভাত, ডাউল,ইলিশ মাছ এবং ১টি মোজো। সামান্য টাকায় দুপুরের ভরপেট খাবার খেয়ে খুশি পথশিশু ও শ্রমজীবী এবং সাধারণ মানুষ। 

বৃহস্পতিবার (২৪ জুলাই) দুপুরে রাজবাড়ী শহরের রেল স্টেশন সংলগ্ন ফুলতলাতে এই খাবার দেওয়া হয়। কয়েকজন বন্ধুর আয়োজনে প্রায় ৭০ জনের মানুষের মুখে এ খাবার তুলে দেওয়া হয়। আয়োজকেরা জানান প্রতি সপ্তাহে দুই দিন পথশিশু ও শ্রমজীবী এবং সাধারণ মানুষের জন্য এমন আয়োজন করা হবে। আমরা এটিকে ২ টাকার হোটেল নাম দিয়েছি।

ফুলতলাতে গিয়ে দেখা যায়, চেয়ার, টেবিল, পানিরজার, খাবর রাখা রয়েছে। বেশ কিছু মানুষ বসে খাচ্ছে অনেকে দাড়িয়ে আছে। ২টাকায় খাবার দেওয়ার কথা থাকলেও কারো থেকে টাকা নেননি আয়োজকেরা। 

কৃষি কাজ করে জাহাঙ্গীর আলম। বাড়ি তার রাজশাহী। কাজ না পাওয়াই রেলস্টেশনের প্লাটফর্মে বসে ছিল সে। তিনি বলেন, একজন এখান থেকে খেয়ে গিয়ে বলল স্টেশনের পাশে কিছু লোক ভাত, ডাল, মাছ দিয়ে খাবার দিচ্ছে। তার কথা শুনে এখানে এসে পেট ভরে খেলাম। খাবার অনেক সুস্বাদু ছিল। আমার থেকে কোন টাকা নেই নাই। এই খাবার বাইরে থেকে খেলে ১৩০ টাকা থেকে ১৫০ টাকা লাগতো। যারা আয়োজন করেছে তাদের জন্য মন থেকে দোয়া করি।

রিক্সা চালক মনি বলেন, এই পাশে একটা ভাড়া নিয়ে আসছিলাম। লোক দেখে দাঁড়ালাম। একজন বলল কাকা বসেন, খাবার খান। ইলিশ মাছ, মুসুরের ডাউল, সাদা ভাত দিয়ে খেলাম। আমার থেকে কোন টাকা নেই নাই তারা। সাথে একটি মোজো দিছে। 

আয়োজক মাহীন শিকদার জানান, আমরা কয়েকজন বন্ধু ও ভাইয়েরা মিলে চিন্তা করলাম এমন কিছু করা দরকার যা কখনো হয় নাই। সেখান থেকে আমরা উদ্যোগ নেই দিনমজুর, পথ শিশু, সাধারণ মানুষের সাথে আমরা খাওয়া-দাওয়া করবো, একটু ভালোবাসা বিনিময় করবো। সেখান থেকে এই আয়োজন। আমরা সপ্তাহে দুই দিন এমন আয়োজন করবো। 

আয়োজক মনিরুল ইসলাম সাগর বলেন, আমার আম্মু নিজ হাতে রান্না করেছে। আজ আমরা এই মানুষ গুলোর জন্য ভাত, ডাউল, ইলিশ মাছের আয়োজন করেছি। অনেকে একদম বিনামূল্যে খাবার খেতে চাই না। তাই আমরা দুই টাকায় ভরপেট খাবারের কথা উল্লেখ করেছি। তবে খাবারের পরে কারো থেকে আমরা টাকা নেই না

বিভি/এজেড

মন্তব্য করুন: