লক্ষ্মীপুরে কাভার্ড ভ্যান-অটোরিকশার সংঘর্ষে নিহত ১

ছবি: সংগৃহীত
লক্ষ্মীপুরে কাভার্ড ভ্যান-সিএনজি চালিত অটোরিকশার মুখোমুখি সংঘর্ষে একজন নিহত হয়েছেন। শুক্রবার (২৫ জুলাই) রাত সাড়ে ৮টার দিকে লক্ষ্মীপুর-রায়পুর সড়কের রাখালিয়া বাজার এলাকায় এই দুর্ঘটনা ঘটে। এ ঘটনায় আহত হয়েছেন আরো ৫জন।
আহতদের মধ্যে দুইজনের অবস্থায় আশঙ্কাজনক। তাদের ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।
নিহত তানিয়া আক্তার সাথী (৩১) সদর উপজেলার পশ্চিম লক্ষ্মীপুর এলাকার আবুল হাসেমের স্ত্রী। তবে হতাহত সবাই অটোরিকশার যাত্রী ছিল।
পুলিশও প্রত্যক্ষদর্শীরা জানায়, রায়পুর থেকে যাত্রী নিয়ে লক্ষ্মীপুরের দিকে আসছিল সিএনজি চালিত অটোরিকশাটি। রাখালিয়া বাজার এলাকায় পৌঁছলে বিপরীত দিক থেকে দ্রুত গতিতে আসা কাভার্ড ভ্যানের মুখোমুখি সংঘর্ষ হয়। এতে অটোরিকশাটি দুমড়ে-মুচড়ে যায়। এসময় তানিয়া আক্তার সাথী,ফারুক হোসেনসহ ৬জন গুরুতর আহত হয়। পরে আহতদের উদ্ধার করে রায়পুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়। পরে অবস্থার অবনতি হওয়ায় তানিয়া আক্তার ও ফারুক হোসেনসহ তিনজনকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়। ঢাকা নেওয়ার পথে চাঁদপুরে তানিয়া আক্তার সাথী মারা যা। অন্য দুইজনকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। তাদের দুইজনের অবস্থায় আশঙ্কাজনক।
রায়পুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নিজাম উদ্দিন ভূইয়া বলেন, সড়ক দুর্ঘটনায় একজন নিহত ও কয়েকজন আহত হয়েছে। কাভার্ড ভ্যানটি জব্দ করা হয়েছে। চালক পালিয়ে গেছে। তাঁকে ধরতে পুলিশের অভিযান চলছে। মামলার প্রস্তুতি চলছে বলেও জানান তিনি।
বিভি/এসজি
মন্তব্য করুন: