ঝালকাঠিতে নিম্নচাপের প্রভাবে বেড়েছে পানি, আতঙ্কিত মানুষ

ঝালকাঠিতে নিম্নচাপের প্রভাবে নদীর পানি বেড়েছে। এতে আতঙ্কে নদী পাড়ের মানুষ।
রাতই বৈরি আবহাওয়া দেখা দেওয়ায় শনিবার (২৬ জুলাই) সকাল থেকে আকাশ মেঘাচ্ছন্ন রয়েছে। এর আগে শুক্রবার দুপুর থেকে পানি বৃদ্ধি অব্যহত রয়েছে। জেলার সুগন্ধা, বিশখালি, হলতা নদীতে স্বাভাবিকের চেয়ে দুই ফুট পানি বেড়েছে। ফলে নদী পাড়ের অসংখ্য ঘরবাড়ি প্লাবিত হয়েছে। পানিতে তলিয়ে গেছে এক জায়গার গ্রামীণ পাকা সড়ক।
জেলা শহরের নতুনচর, কলাবাগান, কাঠপট্টিসহ বেশ কিছু এলাকায় বাড়ি ঘরে পানি ঢুকে গেছে। এছাড়া, রাজাপুর, নলছিটি, কাঠালিয়ায় নদী তীরবর্তী প্রায় অর্ধশত গ্রাম প্লাবিত হয়েছে। এদিকে, নিম্নচাপের প্রভাবে কুয়াকাটা সমুদ্র সৈকত এলাকায় ভাঙ্গন দেখা দিয়েছে। ক্ষতিগ্রস্থ হয়েছে ১০ গ্রামের মানুষ। বেড়িবাঁধ ভেঙে প্লাবিত হয়েছে নিচু এলাকা। ভেসে গেছে অসংখ্য মাছের ঘের ও পুকুর।
বিভি/এসজি
মন্তব্য করুন: