• NEWS PORTAL

  • শনিবার, ০২ আগস্ট ২০২৫

Drama: Jamai Bou Chor
Drama: Jamai Bou Chor

মীরসরাইয়ে এক বিয়ের বরযাত্রী খেয়ে গেল অন্য বিয়ের খাবার

প্রকাশিত: ১৭:৪২, ২৬ জুলাই ২০২৫

ফন্ট সাইজ
মীরসরাইয়ে এক বিয়ের বরযাত্রী খেয়ে গেল অন্য বিয়ের খাবার

প্রতীকী ছবি

চট্টগ্রামের মীরসরাই উপজেলায় এক বিয়ের বরযাত্রীরা ভুল করে অন্য বিয়ের আয়োজিত খাবার খেয়ে ফেললেন। শুক্রবার (২৫ জুলাই) এমনটাই ঘটেছে উপজেলার জোরারগঞ্জ ইউনিয়নের ফাইভ স্টার কমিউনিটি সেন্টারে।

জানা যায়, উপজেলার জোরারগঞ্জ ইউনিয়নের ৫০০মিটার দূরত্বে অবস্থিত ফাইভ স্টার কমিউনিটি সেন্টার এবং সোনালী কমিউনিটি সেন্টারে একই সময়ে চলছিল দুইটি বিয়ের অনুষ্ঠান। মধ্যাহ্নভোজের সময় সোনালী কমিউনিটি সেন্টারের আমন্ত্রিত ৭০ জন বরযাত্রী ভুল করে ঢুকে পড়েন ফাইভ স্টার কমিউনিটি সেন্টারে এবং সেখানে অন্য বিয়ের খাবার খেয়ে নেন।

এ বিষয়ে ফাইভ স্টার কমিউনিটি সেন্টারে আয়োজিত বিয়ের আয়োজক পক্ষের সদস্য তাসিব তানজিল বলেন, ‘আলহামদুলিল্লাহ, তারা ১০০ জন খাওয়ার পরও আমাদের খাবার রয়ে গেছে। মূল কথা হলো, আমরা এতে একেবারেই নিরাশ নই। যার রিজিক যেখানে লেখা আছে, সেটাই ঘটে। আলহামদুলিল্লাহ।’

বিভি/এমআর

মন্তব্য করুন: