• NEWS PORTAL

  • শনিবার, ০২ আগস্ট ২০২৫

Drama: Jamai Bou Chor
Drama: Jamai Bou Chor

রাজবাড়ীতে সাপের কামড়ে প্রাণ গেলো কৃষকের

এম. দেলোয়ার হোসেন, রাজবাড়ী

প্রকাশিত: ১৮:১০, ২৮ জুলাই ২০২৫

ফন্ট সাইজ
রাজবাড়ীতে সাপের কামড়ে প্রাণ গেলো কৃষকের

‎রাজবাড়ীর পাংশায় ঘুমন্ত অবস্থায় সাপের কামড়ে আক্কাস আলী মন্ডল (৫০) নামের এক কৃষকের মৃত্যু হয়েছে। রবিবার (২৭ জুলাই) রাত ১১টার দিকে নিজ ঘরে ঘুমন্ত অবস্থায় এ ঘটনা ঘটে এবং রাত ৩টায় তার মৃত্যু হয়। নিহত আক্কাস আলী উপজেলার কসবামাজাইল ইউনিয়নের বড় খোলা গ্রামে মো. কহর আলী মন্ডলের ছেলে।

পরিবারসূত্রে ‎জানা যায়, প্রতিদিনের মতো খাবার খেয়ে নিজের ঘরে ঘুমিয়ে ছিলেন আক্কাস। রাত আনুমানিক ১১টার দিকে হঠাৎ পায়ে ব্যথা অনুভব করেন তিনি। আলো জ্বালিয়ে দেখতে পান পা থেকে রক্ত বের হচ্ছে। পরে ধারণা করা হয় তাকে সাপে কেটেছে। আশপাশে খোঁজাখুঁজি করে ঘরের মধ্যে ২টি বিষধর সাপ দেখতে পায় পরিবারের লোকজন। পরে তারা সাপ দুটিকে মেরেও ফেলে। এরবর পরিবারের লোকজন দ্রুত তাকে স্থানীয় সাপুড়িয়ার কাছে নিয়ে যান। সেখান থেকে পরে পাংশা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়ার পথে তার মৃত্যু হয়।

কসবামাজাইল ইউনিয়নের ৩নং ওয়ার্ডের ইউপি সদস্য মো. লিয়াকত আলী মোল্লা বলেন, মো. আক্কাস আলী মন্ডল আমার ওয়ার্ডের বাসিন্দা। গত রাতে তাকে শোয়ার ঘর থেকে সাপে কাটে।এরপর প্রাথমিক অবস্থায় তাকে কবিরাজ দিয়ে ঝাড়-ফুঁক করানো হয়। পরে হাসপাতালে নেওয়ার আগেই তার মৃত্যু হয়েছে। এই অঞ্চলে সাপের উপদ্রব বেড়েছে। সকালে তাকে দাফন করা হয়েছে। 

রাজবাড়ীর সিভিল সার্জন ডা. এস এম মাসুদ বলেন, আমাদের সব উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে এন্টিভেনম রয়েছে। কারও সাপে কাটা সন্দেহ হলে সঙ্গে সঙ্গে তাকে স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়ার পরামর্শ দিচ্ছি।

বিভি/পিএইচ

মন্তব্য করুন: