• NEWS PORTAL

  • শনিবার, ০২ আগস্ট ২০২৫

Drama: Jamai Bou Chor
Drama: Jamai Bou Chor

বাংলাভিশনে সংবাদ প্রকাশের পর নদীভাঙন রোধে ব্যবস্থা

আকরাম হোসেন, মানিকগঞ্জ

প্রকাশিত: ২৩:০০, ২৮ জুলাই ২০২৫

ফন্ট সাইজ
বাংলাভিশনে সংবাদ প্রকাশের পর নদীভাঙন রোধে ব্যবস্থা

বাংলাভিশন সংবাদ প্রকাশের পর মানিকগঞ্জ জেলার পানি উন্নয়ন বোর্ড হরিরামপুরের কাঞ্চনপুর ইউনিয়নের মালুচী এলাকায় পদ্মাভাঙন রোধে জরুরিভিত্তিতে আপৎকালীন ৬০ মিটার জিও টিউব ডাম্পিং এর কাজ শুরু করেছে।

গত ১৯ জুলাই ‘পদ্মার ভাঙ্গন ঠেকাতে জরুরি জিও ব্যাগ ফেলার দাবি গ্রামবাসীর’ শিরোনামে বাংলাভিশনের অনলাইন ও স্যাটালাইটে সংবাদ প্রচার করা হয়। পরে বিষয়টি পানি উন্নয়ন বোর্ডের কর্তৃপক্ষের নজরে আসে। এতে নদী পাড়ের বাসিন্দারাও স্বস্তি প্রকাশ করেছেন।

সম্প্রতি জোয়ারের পানির তোড়ে কাঞ্চনপুরের পশ্চিম কুশিয়ারচর এলাকায় ভাঙন দেখা দিলে জরুরি ভিত্তিতে আপৎকালীন ৬০ মিটার জিও ব্যাগ ডাম্পিং এর কাজ শেষ হতে না হতেই একই ইউনিয়নের ২নং ওয়ার্ডের মালুচী গ্রামে ভয়াবহ নদী ভাঙন দেখা পরবর্তীতে জরুরি ভিত্তিতে মালুচী গ্রামে আপৎকালীন আরো ৬০ মিটার জিও টিউব ব্যাগের কাজ অনুমোদন হয়। এর ফলে সোমবার (২৮ জুলাই) সকাল থেকে ডাম্পিং এর শুরু করে পানি উন্নয়ন বোর্ড।

এ বিষয়ে মানিকগঞ্জ পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলী মুহাম্মদ আক্তারুজ্জামান জানান, হরিরামপুর উপজেলার পদ্মা নদীর বাম তীরে কালিতলা থেকে মালুচী পর্যন্ত প্রায় ৩০০ মিটার দৈর্ঘ্য রয়েছে। ইতোমধ্যে কালিতলা এলাকায় জরুরি আপৎকালীন ১২০ মিটার কাজ বাস্তবায়ন হয়েছে এবং নদীভাঙন হ্রাস পেয়েছে। কালিতলা থেকে মালুচী পর্যন্ত অবশিষ্ট ৩০০ মিটার দৈর্ঘ্যে কাজ বাস্তবায়নের লক্ষ্যে জরিপ কাজ সম্পন্ন হয়েছে। এর মধ্যে তীব্র ভাঙন দেখা দেওয়ায় মালুচী গ্রামে আরও ৬০ মিটার জরুরি আপৎকালীন কাজ অনুমোদন হয় এবং আজ থেকে জিও টিউব ডাম্পিং এর কাজ শুরু হয়েছে। আমাদের সার্বক্ষণিক ভাঙন এলাকা মনিটরিং অব্যাহত রয়েছে।

বিভি/পিএইচ

মন্তব্য করুন: