• NEWS PORTAL

  • শনিবার, ০২ আগস্ট ২০২৫

Drama: Jamai Bou Chor
Drama: Jamai Bou Chor

শাপলা তুলতে গিয়ে নৌকা ডুবে দুই বন্ধুর মর্মান্তিক মৃত্যু

প্রকাশিত: ১৩:৫১, ১ আগস্ট ২০২৫

ফন্ট সাইজ
শাপলা তুলতে গিয়ে নৌকা ডুবে দুই বন্ধুর মর্মান্তিক মৃত্যু

গাজীপুরে শাপলা ফুল তুলতে গিয়ে বিলে নৌকা ডুবে দুই বন্ধুর মর্মান্তিক মৃত্যু হয়েছে।

শুক্রবার (১ আগস্ট) সকাল ৮টার দিকে কাপাসিয়া উপজেলার পাঁচুয়া বিলে এ দুর্ঘটনা ঘটে। 

নিহতদের একজন হলেন গাজীপুরের শ্রীপুর উপজেলার তেলিহাটি ইউনিয়নের ছাতির বাজার (টেপির বাড়ী) গ্রামের নুর আলমের ছেলে মাহিন (১৬)। অপরজনের নাম বায়োজিদ (৩০)। তবে তার পরিচয় জানাতে পারেনি পুলিশ।

কাপাসিয়া থানার উপ-পরিদর্শক (এসআই) জাহিদ এ তথ্য নিশ্চিত করেন।

প্রত্যক্ষদর্শী শরীফ মিয়া জানান, সকালে পাঁচ বন্ধু মিলে শাপলা ফুল তুলতে একটি ছোট নৌকা ভাড়া করে পাঁচুয়া বিলে নামেন তারা। হঠাৎ নৌকা কাত হয়ে গেলে দুই বন্ধু বিলের পানিতে পড়ে গিয়ে তলিয়ে যান। স্থানীয়রা অনেক চেষ্টা করে তাদেরকে উদ্ধার করলেও ঘটনাস্থলেই একজনের মৃত্যু হয়। অপরজনকে কাপাসিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে জরুরি বিভাগের কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

নিহত মাহিনের চাচাতো ভাই মামুন জানান, খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে দেখি আমার ভাই আর নেই। তার সঙ্গে থাকা আরেকজনও মারা গেছে।

কাপাসিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জয়নাল আবেদীন মন্ডল জানান, পুলিশ ঘটনাস্থলে রয়েছে। মরদেহ দুটি উদ্ধার করে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।
 

বিভি/টিটি

মন্তব্য করুন: