• NEWS PORTAL

  • শনিবার, ০২ আগস্ট ২০২৫

Drama: Jamai Bou Chor
Drama: Jamai Bou Chor

বাগেরহাটে আসন কমানোর প্রস্তাব প্রত্যাহার না হলে মোংলা বন্দর অচলের হুঁশিয়ারী

মোংলা (বাগেরহাট) প্রতিনিধি

প্রকাশিত: ১৫:৫০, ১ আগস্ট ২০২৫

আপডেট: ১৫:৫১, ১ আগস্ট ২০২৫

ফন্ট সাইজ
বাগেরহাটে আসন কমানোর প্রস্তাব প্রত্যাহার না হলে মোংলা বন্দর অচলের হুঁশিয়ারী

আসন কমানোর যে প্রস্তাব নির্বাচন কমিশন করেছেন তা যদি বাতিল না করা হয়, তাহলে কঠো আন্দোলনের মাধ্যমে  মোংলা বন্দরকে অচল করে দেওয়ার হুশিয়ারী দিয়েছে স্থানীয় বিএনপি।

শুক্রুবার(১ আগষ্ট) সকালে মোংলা উপজেলা বিএনপি আয়োজিত বিক্ষোভ সমাবেশে এ কথা বলেন বক্তারা। এসময় তারা আরো বলেন, যদি দ্রুত সময়ে মধ্যে নির্বাচন কমিশন সবকটি আসন বহাল থাকার ঘোষনা না দেন, তবে মোংলার সাথে সরকারের সকল যোগাযোগ বন্ধ করে দেওয়া হবে।

এসময় বক্তারা আরও বলেন, জনগণের প্রকৃত প্রতিনিধিত্ব নিশ্চিত করতে হলে আসন সংখ্যা হ্রাস নয়, বরং যথাযথ প্রতিনিধিত্ব ও অংশগ্রহণ নিশ্চিত করাই হওয়া উচিত। বাগেরহাট জেলায়  তিনটি আসন মানা হবে না, চারটি আসন বহাল থাকুক এটাই মোংলা উপজেলার প্রত্যেক নাগরিকের দাবি। ইসির এ সিদ্ধান্তকে দেশের উন্নয়ন ও গণতন্ত্রের জন্য হুমকি হিসেবে অভিহিত করে বলেন, এটি একটি পরিকল্পিত ষড়যন্ত্র, যার মাধ্যমে বাগেরহাট জেলার জনগণকে রাজনীতির মূলধারা থেকে বিচ্ছিন্ন করার চেষ্টা চলছে। আমরা এ ষড়যন্ত্র কোনোভাবেই মেনে নেব না। প্রয়োজনে মোংলা বন্দর জাহাজের যত কর্মকান্ড আছে সেগুলো আমরা বন্ধ করে দিতে বাধ্য হবো।

মোংলা উপজেলা চত্বর থেকে একটি বিক্ষোভ মিছিল বের হয়ে শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে পুনরায় মোংলা উপজেলা চত্বরের সামনে এক সমাবেশে মিলিত অনুষ্ঠিত হয়।

এসময় বক্তারা সরকার ও নির্বাচন কমিশনের প্রতি হুঁশিয়ারি উচ্চারণ করে বলেন, দাবির প্রতি দ্রুত সাড়া না দিলে রাজপথে আরও বৃহত্তর কর্মসূচি গ্রহণ করা হবে এবং গণআন্দোলনের মাধ্যমে জনগণের ন্যায্য দাবি আদায় করা হবে। যতদিন পর্যন্ত বাগেরহাট জেলার চারটি আসন পুনর্বহাল না হবে, ততদিন আমাদের এই আন্দোলন চলবে। 

এসময় বক্তব্য রাখেন উপজেলা বিএনপির সভাপতি আব্দুল মান্নান হাওলাদার, সাধারণ সম্পাদক মো: আবু হোসেন (পনি), সাংগঠনিক সম্পাদক শেখ সাকির হোসেন, মৃধা ফারুকুল ইসলাম, উপজেলা বিএনপি নেতা শেখ রুস্তম আলী।

ওই বিক্ষোভ সমাবেশে উপজেলা যুবদল, ছাত্রদল, শ্রমিক দল, স্বেচ্ছাসেবক দল সহ অন্যান্য অঙ্গ ও সহযোগী সংগঠনের বিপুলসংখ্যক নেতাকর্মী ও উপজেলার সর্বস্তরের জনগণ উপস্থিত থেকে বিক্ষোভে সংহতি জানান।

বিভি/এজেড

মন্তব্য করুন: