• NEWS PORTAL

  • শুক্রবার, ০৮ আগস্ট ২০২৫

Drama: Jamai Bou Chor
Drama: Jamai Bou Chor

সাতক্ষীরা সীমান্তে বিএসএফ’র গুলিতে বাংলাদেশি যুবক আহত

সাতক্ষীরা প্রতিনিধি

প্রকাশিত: ২১:০৪, ৪ আগস্ট ২০২৫

ফন্ট সাইজ
সাতক্ষীরা সীমান্তে বিএসএফ’র গুলিতে বাংলাদেশি যুবক আহত

সাতক্ষীরা সীমান্তে বিএসএফ এর গুলিতে এক বাংলাদেশি যুবক আহত হয়েছে। সোমবার সকালে সদর উপজেলার ভোমরা ইউনিয়নের লক্ষিদাড়ী সীমান্তে এ ঘটনাটি ঘটে। আহত যুবক লক্ষিদাড়ী গ্রামের মৃত শেখ সাঈদ উদ্দীনের পুত্র আলমগীর হোসেন (৩৫)। 

আহতের ভাগ্নে বেলাল হোসাইন জানান, লক্ষিদাড়ী সীমান্তে তার মামার একটি মৎস্যঘের রয়েছে। সোমবার ভোরে ওই ঘেরে তিনি মাছের খাবার দিতে গিয়েছিলেন। এ সময় ভারত থেকে কয়েকজন লোক দৌড়ে আসছিলো। বিএসএফ তাদের লক্ষ্য করে গুলি ছুড়লে মামা আলমগীরের ডান পাশের ঘাড়ে, চোখে এবং মাথায় লেগে গুরুতর আহত হন। খবর পেয়ে তাকে উদ্ধার করে সাতক্ষীরা সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে। 

সাতক্ষীরা সদর হাসপাতালের কর্তব্যরত চিকিৎসক ডা. এবিএম আক্তার মারুফ জানান, ছাররা গুলিবিদ্ধ অবস্থায় তিনি সদর হাসপাতালে ভর্তি হয়েছেন। তার শরীরের ডান পাশের কয়েকটি স্থানে ছাররা গুলি রয়েছে। তাকে চিকিৎসা দেওয়া হয়েছে। বর্তমানে তিনি আশংকা মুক্ত রয়েছেন।

সাতক্ষীরা ৩৩ বিজিবি’র আওতাধীন ভোমরা ক্যাম্পের কোম্পানী কমান্ডার সুবেদার জহির উদ্দীন জানান, আলমগীর গত ৩০ জুলাই অবৈধ পথে ভারতে তার আত্মীয়ের বাড়িতে বেড়াতে গিয়েছিলেন। আজ সোমবার তিনি পুনরায় অবৈধভাবে বাংলাদেশে আসার পথে বিএসএফ’র ছররা গুলিতে আহত হয়েছেন।

বিভি/এজেড

মন্তব্য করুন:

সর্বাধিক পঠিত
Drama Branding Details R2
Drama Branding Details R2