সীমান্ত থেকে চোরাকারবারীতে জড়িত ভারতীয় নাগরিক আটক

রাঙ্গামাটি জেলার জুড়াছড়ি উপজেলার বগাখালী সীমান্ত থেকে আধার কার্ডসহ এক ভারতীয় নাগরিককে আটক করেছে বিজিবি। আটক ব্যক্তির নাম মন চন্দ্র চাকমা (২২)। তিনি ভারতের মিজোরাম রাজ্যের দক্ষিণ উগুদাসুরি চংতে লংলে এলাকার চন্দ্র হানশু চাকমার ছেলে।
বৃহস্পতিবার (৭ আগস্ট) সকালে বিজিবির কাপ্তাই ব্যাটালিয়ন (৪১ বিজিবি) এর অধীনস্থ বগাখালী বিওপির টহল দল গোয়েন্দা তথ্যের ভিত্তিতে সীমান্তবর্তী বগাখালী বাজার এলাকায় বিশেষ অভিযান পরিচালনা করে ভারতীয় আধার কার্ডসহ এক ভারতীয় নাগরিককে আটক করা হয় বলে সংবাদ সম্মেলনে জানিয়েছেন কাপ্তাই ব্যাটালিয়ন ৪১ বিজিবির অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল কাওসার মেহেদী। বৃহস্পতিবার বিকালে কাপ্তাই ব্যাটালিয়ন ৪১ বিজিবি ওয়াগ্গা জোন কর্তৃক আয়োজিত সংবাদ সম্মেলনে সাংবাদিকদের এসব জানান তিনি। এসময় মেজর মোহাম্মদ লতিফুল বারীসহ বিজিবির অন্যান্য কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
বিজিবিসূত্রে জানা যায়, প্রাথমিক জিজ্ঞাসাবাদে আটক ব্যক্তি চোরাচালান ব্যবসার সাথে জড়িত বলে স্বীকারোক্তি দিয়েছে। আটককৃত ভারতীয় নাগরিকের বিরুদ্ধে যথাযথ আইনানুগ ব্যবস্থা গ্রহণের কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে।
বিভি/পিএইচ
মন্তব্য করুন: