• NEWS PORTAL

  • শুক্রবার, ০৮ আগস্ট ২০২৫

Drama: Jamai Bou Chor
Drama: Jamai Bou Chor

পতাকা বৈঠকের মাধ্যমে নারীসহ ১৬ বাংলাদেশিকে হস্তান্তর করলো বিএসএফ

সাতক্ষীরা প্রতিনিধি

প্রকাশিত: ১৭:২৪, ৭ আগস্ট ২০২৫

ফন্ট সাইজ
পতাকা বৈঠকের মাধ্যমে নারীসহ ১৬ বাংলাদেশিকে হস্তান্তর করলো বিএসএফ

সাতক্ষীরার তলুইগাছা সীমান্তে পতাকা বৈঠকের মাধ্যমে নারী ও পুরুষসহ ১৬ বাংলাদেশিকে বিজিবির কাছে হস্তান্তর করেছে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী (বিএসএফ)। বুধবার রাতে বিজিবি একটি সাধারণ ডায়েরি করে তাদেরকে সাতক্ষীরা সদর থানায় সোপর্দ করেন। এর আগে সন্ধ্যায় পতাকা বৈঠকের মাধ্যমে বিএসএফ তাদের বিজিবির কাছে হস্তান্তর করে। 

হস্তান্তরকৃত বাংলাদেশি নাগরিকেদের মধ্যে ৭ জন নারী ও ৯ জন পুরুষ রয়েছে। তাদের সবারই বাড়ি সাতক্ষীরা, খুলনা, বাগেরহাট, গোপালগঞ্জ, যশোর ও নড়াইল জেলায়।

জানা যায়, ভারত থেকে বিনা পাসপোর্টে অবৈধভাবে দেশে ফেরার সময় গত ৫ আগস্ট (মঙ্গলবার) পশ্চিম বাংলার চব্বিশ পরগনা জেলার হাকিমপুর চেকপোস্ট অতিক্রম করার সময় বিএসএফ উক্ত ১৬ বাংলাদেশিকে আটক করেন। পরদিন ৬ আগস্ট (বুধবার) সন্ধ্যায় বিএসএফ’র আমুদিয়া কোম্পানী কমান্ডার ইন্সপেক্টর বিকাশ কুমার এবং বাংলাদেশের সাতক্ষীরা জেলার ৩৩ বিজিবি ব্যাটেলিয়নের আওতাধীন তলুইগাছা বিওপির কমান্ডার নায়েব সুবেদার আবুল কাসেমের মধ্যস্থতায় সীমান্তের জিরো পয়েন্টে এক পতাকা বৈঠকের মাধ্যমে তাদেরকে বিজিবির কাছে হস্তান্তর করে বিএসএফ। পরে বিজিবির উর্দ্ধতন কর্তৃপক্ষের অনুমতি সপেক্ষে ওই রাতেই তলুইগাছা বিওপির কমান্ডার নায়েব সুবেদার আবুল কাসেম, ল্যান্স নায়েক মোঃ হালিম, সিপাহী আজহারুল ইসলাম ও নুর নবী ইসলাম বাদী হয়ে সাতক্ষীরা সদর থানায় একটি সাধারণ ডায়েরি করেন এবং তাদেরকে থানা পুলিশের কাছে হস্তান্তর করেন। 

বাংলাদেশি এসব নাগরিকরা জানান, তারা বিভিন্ন সময়ে বিভিন্ন সীমান্ত পার হয়ে ভারতের বিভিন্ন স্থানে কেউ গৃহকর্মী, কেউ কৃষিকাজ, কেউ শ্রমিকের কাজ করে জীবিকা নির্বাহ করতেন। গত ৫ আগস্ট ভারত থেকে বিনা পাসপোর্টে দেশে ফেরার সময় চব্বিশ পরগনা জেলার হাকিমপুর চেকপোস্ট অতিক্রম করার সময় বিএসএফ তাদেরকে আটক করেন।

সাতক্ষীরা সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শামিনুল হক বিষয়টি নিশ্চিত করে জানান, বিজিবি কর্তৃক হস্তান্তরকৃত ১৬ বাংলাদেশি নাগরিকের মধ্যে বৃহস্পতিবার সকালে (৭ আগস্ট) দুইজনকে তাদের পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে। বাকিদের যাচাই-বাছাই শেষে পর্যায়ক্রমে হস্তান্তর করা হবে।

বিভি/পিএইচ

মন্তব্য করুন:

সর্বাধিক পঠিত
Drama Branding Details R2
Drama Branding Details R2