অবৈধ পথে আনা ৫০ লাখ টাকার চোরাচালানী পণ্যসহ আটক ৪

সাতক্ষীরার শ্যামনগরে সেনাবাহিনীর সদস্যরা অভিযান চালিয়ে ভারত থেকে অবৈধপথে আনা ৫০ লাখ টাকার বিভিন্ন চোরাচালানী পণ্যসহ চারজনকে আটক করেছে। শুক্রবার (৮ আগস্ট) বিকাল সাড়ে তিনটার দিকে উপজেলার কৈখালি ইউনিয়নের সুন্দরবন খালে অভিযান চালিয়ে তাদের আটক করা হয়।
আটককৃত হলো- শ্যামনগর উপজেলার কৈখালি গ্রামের আজিজুল হক, দেলোয়ার হোসেন, আশরাফ হোসেন এবং সোবহান মোল্লা।
কালিগঞ্জ উপজেলা সেনাবাহিনীর ক্যাম্প কমান্ডার মেজর ইফতেখার হোসেন স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে জানানো হয়, একটি বিশেষ গোয়েন্দা সংস্থার তথ্যের ভিত্তিতে বিকালে সেনাবাহিনীর একটি টিম সাতক্ষীরা জেলার শ্যামনগর উপজেলার কৈখালি ইউনিয়নের সুন্দরবন খালে অভিযান চালায়। এসময় সেখান থেকে ১৫টি বস্তায় ভর্তি ৮১৪ পিস ক্যান্সারের ঔষধ, ১৬৮ পিস বিটেক্স মলম, ১৫ হাজার ৯৯০ পিস ডেরাসিরক্স ঔষধ, ১০ হাজার ২০০ পিস মেল্টিওক্সালেন ঔষধ, ৪০ পিস ভালগান এবং ৬৬ হাজার ৪০০ পিস পাতার বিড়ি জব্দ করা হয়। এছাড়াও ১০ লাখ বাপ্পা বিড়ি এবং ১ লাখ ৩ হাজার ৪০০ পিস চাচা বিড়িসহ মোট ১২ লাখ ৮০০ পিস পাতার বিড়ি জব্দ করা হয়।
প্রেস বিজ্ঞপ্তিতে তিনি আরও জানান, অভিযানে জব্দকৃত পণ্য এবং আটককৃত চারজনকে প্রাথমিক জিজ্ঞাসাবাদ শেষে শ্যামনগর থানায় সোপর্দ করা হয়েছে।
শ্যামনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোঃ হুমায়ুন কবীর মোল্লা বিষয়টি নিশ্চিত করে জানান, আটককৃতদের বিরুদ্ধে প্রয়োাজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণসহ তাদেরকে আদালতের মাধমে জেলা হাজতে প্রেরণ করা হবে।
বিভি/পিএইচ
মন্তব্য করুন: