• NEWS PORTAL

  • শনিবার, ২৩ আগস্ট ২০২৫

Drama: Jamai Bou Chor
Drama: Jamai Bou Chor

মুক্তিযোদ্ধা পরিবারের সবাইকে অচেতন করে অর্থ-স্বর্ণসহ প্রায় ১১ লাখ টাকার মালামাল লুট

সাতক্ষীরা প্রতিনিধি

প্রকাশিত: ১৮:৪৫, ২২ আগস্ট ২০২৫

আপডেট: ১৮:৪৫, ২২ আগস্ট ২০২৫

ফন্ট সাইজ
মুক্তিযোদ্ধা পরিবারের সবাইকে অচেতন করে অর্থ-স্বর্ণসহ প্রায় ১১ লাখ টাকার মালামাল লুট

সাতক্ষীরার আশাশুনিতে চেতনানাশক স্প্রে করে মুক্তিযোদ্ধা আব্দার গাইনের পরিবারের সবাইকে অচেতন করে নগদ অর্থ ও স্বর্ণসহ প্রায় ১১ লাখ টাকার মালামাল চুরি করে নিয়ে গেছে দুর্বৃত্তরা। ওই পরিবারের তিন সদস্য আশাশুনি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন রয়েছেন। ঘটনাটি ঘটেছে শুক্রবার দিবাগত রাতে উপজেলার বড়দল ইউনিয়নের ফকরাবাদ গ্রামে। 

কবিরুল গাইনের মেয়ে কানিজ ফাতেমা মিম জানান, বৃহস্পতিবার রাতে খাওয়ার পর তার দাদা আব্দার গাইন, দাদি কোহিনুর বেগম, চাচা মনিরুল ইসলাম ও চাচি আসমা খাতুনসহ পরিবারের সকলেই আমরা যে যার মতো ঘুমিয়ে পড়ি। রাত ৩টার দিকে ঘুম থেকে উঠে দেখি আমাদের বারান্দার গ্রিল খোলা। একপর্যায়ে ঘরের ভেতরে জিনিসপত্র সব উল্টোপাল্টা দেখে আমি আমার দাদা, দাদি, চাচা ও চাদিকে বার বার ডাকার পরও তারা না ওঠায় বুঝতে পারি তাদের চেতনানাশক স্প্রে করে অচেতন করা হয়েছে। সকালে স্থানীয়দের সহায়তায় তাদের আশাশুনি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।

তিনি আরো জানান, ঘরের আলমারি ভেঙে দুর্বত্তরা নগদ ৯৫ হাজার টাকা, স্বর্ণের রুলি, চেইন, ঝুমকাসহ প্রায় ১১ লাখ টাকার মালামাল নিয়ে গেছে। 

প্রাথমিক ভাবে ধারণা করা হচ্ছে, বাড়ির পিছনের আম গাছে উঠে ছাদে নেমে ঘরের ভেতর ঢুকে চেতনানাশক স্প্রে করে সবাইকে অচেতন করে দুর্বত্তরা। এর আগে, ২০২৩ সালের ডিসেম্বর মাসে ওই মুক্তিযোদ্ধার বাড়ির গোয়ালঘরে থাকা ৬টি গরু চুরি করে নিয়ে গিয়েছিল দুর্বত্তরা।

আশাশুনি থানার অফিসার ইনচার্জ সামছুল আরেফিন জানান, চুরির ঘটনাটি জানতে পেরে এসআই অনাথ মিত্র ও এসআই ফয়সালকে ঘটনাস্থলে পাঠানো হয়েছে। এই ব্যাপারে এখনও কেউ কোন লিখিত অভিযোগ করেননি। অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

বিভি/পিএইচ

মন্তব্য করুন:

Drama Branding Details R2
Drama Branding Details R2