• NEWS PORTAL

  • শনিবার, ২৩ আগস্ট ২০২৫

Drama: Jamai Bou Chor
Drama: Jamai Bou Chor

‘পিআর পদ্ধতিতে কোনো দল সংখ্যাগরিষ্ঠতা নিয়ে সরকার পরিচালনা করতে পারবে না’

মুন্সীগঞ্জ প্রতিনিধি

প্রকাশিত: ২২:০৬, ২২ আগস্ট ২০২৫

আপডেট: ২২:০৭, ২২ আগস্ট ২০২৫

ফন্ট সাইজ
‘পিআর পদ্ধতিতে কোনো দল সংখ্যাগরিষ্ঠতা নিয়ে সরকার পরিচালনা করতে পারবে না’

বিএনপির কেন্দ্রীয় কমিটির ভাইস চেয়ারম্যান ড. আসাদুজ্জামান রিপন বলেছেন, পিআর পদ্ধতিতে নির্বাচন হলে বাংলাদেশের কোনো রাজনৈতিক দল সংখ্যাগরিষ্ঠতা নিয়ে সরকার পরিচালনা করতে পারবে না। আর, সংখ্যাগরিষ্ঠ সরকার না থাকলে সরকারের স্থিতিহীনতা থাকবে। সকালে এক সরকার, বিকালে এক সরকার; এমন পরিস্থিতি তৈরি হবে।

শুক্রবার (২২ আগস্ট) সন্ধ্যায় মুন্সীগঞ্জের লৌহজং উপজেলার মালিরঅংক বাজারে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের প্রাক নির্বাচনী পদযাত্রা শেষে পথসভায় এ কথা বলেন তিনি।

আসাদুজ্জামান রিপন বলেন, বাংলাদেশের মতো একটি দেশ যারা গণতন্ত্রের চর্চা এখন পর্যন্ত শক্তিশালীভাবে করে না, সেই সব দেশে যদি পিআর পদ্ধতিতে বা সংখ্যানুপাতে পদ্ধতিতে নির্বাচনের কথা বলা হয় এবং সংখ্যালঘিষ্ঠ দলগুলোর কথা যদি বিএনপিকে মেনে নিতে হয় তাহলে বাংলাদেশে আগামী দিনে অনিবার্যভাবে দুর্যোগ থাকবে। এখানে কোন৷ স্থায়ী সরকার থাকবে না। বাংলাদেশের স্বাধীনতা, সার্বভৌমত্ব সংকটে পড়বে।

এর আগে বিকালে মুন্সিগঞ্জের লৌহজং উপজেলা মাওয়া চৌরাস্তা থেকে স্থানীয় নেতাকর্মীদের নিয়ে পদযাত্রা শুরু করেন তিনি এবং কয়েকটি পয়েন্টে বক্তব্য করেন তিনি।

বিভি/পিএইচ

মন্তব্য করুন:

Drama Branding Details R2
Drama Branding Details R2