• NEWS PORTAL

  • শনিবার, ২৩ আগস্ট ২০২৫

Drama: Jamai Bou Chor
Drama: Jamai Bou Chor

খাগড়াছড়িতে ত্রিপুরা যুব ঐক্য পরিষদের কমিটি গঠন ও আলোচনা সভা

খাগড়াছড়ি প্রতিনিধি

প্রকাশিত: ২১:৪৯, ২২ আগস্ট ২০২৫

ফন্ট সাইজ
খাগড়াছড়িতে ত্রিপুরা যুব ঐক্য পরিষদের কমিটি গঠন ও আলোচনা সভা

খাগড়াছড়িতে আয়োজিত বাংলাদেশ ত্রিপুরা যুব ঐক্য পরিষদের কমিটি গঠন ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। শনিবার (২২ আগস্ট) বিকালে খাগড়াছড়িতে আয়োজিত বাংলাদেশ ত্রিপুরা যুব ঐক্য পরিষদের সমাবেশ আয়োজন করা হয়। 

প্রধান অতিথির বক্তব্যে বাংলাদেশ ত্রিপুরা যুব ঐক্য পরিষদ কেন্দ্রীয় কমিটির আহ্বায়ক ক্ষণি রঞ্জন ত্রিপুরা এ আহবান জানিয়ে বলেন, শেখ হাসিনার দীর্ঘ শাসনের পিছিয়ে পড়া ত্রিপুরা জনগোষ্ঠীর ভাগ্যের কোন পরিবর্তন হয়নি।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ত্রিপুরা সম্প্রদায়ের নেত্রী মিঠুন রাণী ত্রিপুরা, বাংলাদেশ ত্রিপুরা যুব ঐক্য পরিষদ কেন্দ্রীয় কমিটির সহ-সভাপতি মিলন ত্রিপুরা এবং কোষাধ্যক্ষ তরুণ সেন ত্রিপুরা। অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন ত্রিপুরা যুব ঐক্য পরিষদ কেন্দ্রীয় কমিটির সাংগঠনিক সম্পাদক মতেন ত্রিপুরা।

এসময় বক্তারা বলেন, তরুণ প্রজন্মকে ঐক্যবদ্ধ ও সাংগঠনিকভাবে শক্তিশালী করার মাধ্যমে ত্রিপুরা সম্প্রদায়ের উন্নয়ন ও অধিকার রক্ষায় কাজ করে যাচ্ছে ত্রিপুরা যুব ঐক্য পরিষদ। নতুন প্রজন্মকে সংগঠনের সাথে সম্পৃক্ত করে সমাজে নেতৃত্ব গড়ে তোলার কাজ করছে তারা।
অনুষ্ঠানে বিভিন্ন এলাকার যুব সমাজ, সংগঠনের নেতৃবৃন্দ ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা উপস্থিত ছিলেন।

উক্ত সভায় ১৭ বছর ফ্যাসিস্ট হাসিনার দুঃশাসনের বঞ্চিত ত্রিপুরা জনগোষ্ঠী ভাগ্য উন্নয়নে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বিএনপির প্রার্থী ওয়াদুদ ভূইয়াকে নির্বাচিত করার আহ্বান জানানো হয়েছে।

বিভি/পিএইচ

মন্তব্য করুন:

Drama Branding Details R2
Drama Branding Details R2