শ্রীনগরে রাষ্ট্র কাঠামো মেরামতের ৩১ দফা বাস্তবায়নে লিফলেট বিতরণ

মুন্সীগঞ্জের শ্রীনগরে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান কর্তৃক উপস্থাপিত রাষ্ট্র কাঠামো মেরামতের ৩১ দফা বাস্তবায়নের লক্ষ্যে লিফলেট বিতরণ কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে।
শুক্রবার (২২ আগস্ট) বিকেল শ্রীনগর উপজেলার তন্তর বাজার, তিনদোকান, ফেরিঘাট এবং উপজেলার বিভিন্ন এলাকায় লিফলেট বিতরণ করেন ঢাকা মহানগর দক্ষিণ বিএনপির যুগ্ম আহবায়ক মোঃ ফরহাদ হোসেন। এসময় তিনি জনসাধারণের কাছে রাষ্ট্র কাঠামো মেরামতে ৩১ দফার গুরুত্ব এবং তা বাতবায়নের নানা দিক তুলে ধরে আগামীতে গণতান্ত্রিক বাংলাদেশ বিনির্মাণে বিএনপিকে ভোট জয়যুক্ত করার আহবান জানান।
পরে তিনি শ্রীনগর উপজেলার কেলাপাড়ায় ইউনিয়নে খালেদা জিয়ার রোগ মুক্তি কামনায় স্থানীয় বিএনপি আয়োজিত আলোচনা সভা ও দোয়া মাহফিলে উপস্থিত হয়ে বক্তব্য রাখেন। এসময় শ্রীনগর উপজেলা স্থানীয় বিএনপি ও এর অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা সেখানে উপস্থিত ছিলেন।
বিভি/পিএইচ
মন্তব্য করুন: