• NEWS PORTAL

  • সোমবার, ২৯ সেপ্টেম্বর ২০২৫

পারিবারিক কবরস্থানে অন্তত ১০ ককটেল বিস্ফোরণ, এলাকায় আতঙ্ক

চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি

প্রকাশিত: ১৮:৪৭, ২৮ সেপ্টেম্বর ২০২৫

ফন্ট সাইজ
পারিবারিক কবরস্থানে অন্তত ১০ ককটেল বিস্ফোরণ, এলাকায় আতঙ্ক

চাঁপাইনবাবগঞ্জে হঠাৎ বিকট শব্দে প্রকম্পিত হয়েছে একটি কবরস্থান। বিস্ফোরণে কবরস্থানের এক কোণে সৃষ্টি হয়েছে বিশাল এক গর্তের এবং ভেঙে গেছে কবরস্থানের এক পাশের দেয়াল। এতে আতঙ্ক ছড়িয়ে পড়ে এলাকাজুড়ে। এলাকাবাসী বলছেন, অন্তত ১০টি ককটেলের বিস্ফোরণ ঘটেছে স্থানটিতে। রবিবার (২৮ সেপ্টেম্বর) সকালে সদর উপজেলার রানিহাটি ইউনিয়নের রামচন্দ্রপুরহাট গটিপাড়া এলাকার কবরস্থানে এই ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটে।

স্থানীয়রা বলছেন, সকাল সাড়ে ৮টার দিকে হঠাৎ করেই বিকট শব্দে ককটেল বিস্ফোরিত হয়। এতে কবরের এককোণে বিশাল গর্ত তৈরি হয়। এমনকি কবরের সীমানা প্রাচীর ভেঙে যায়। কবরের মধ্যে ও আশপাশে বিস্ফোরিত ককটেলের বিভিন্ন আলামত ছড়িয়ে রয়েছে। এ সময় একসাথে অন্তত ১০টি ককটেলের বিস্ফোরণ হয়েছে বলে দাবি স্থানীয়দের।

কবরস্থানের পাশে পরিবার নিয়ে বাস করেন মো. দুখু। এ বিষয়ে তার স্ত্রী এরিনা বেগম বলেন, ‘এটি আমাদের পারিবারিক কবরস্থান। এখানে আমার শাশুড়ি ও দাদা শ্বশুরের কবর রয়েছে। বাড়ির পেছনে থাকা কবরের ভেতর থেকে হঠাৎ সকালে ককটেল বিস্ফোরণের প্রচণ্ড শব্দ পাই। এরপর আমরা বাড়ি থেকে ছুটে গিয়ে দেখি কবরের দেয়ালে ফাটল ও আশেপাশে বারুদ ছড়িয়ে আছে। তবে, কে বা কারা কখন কবরের মধ্যে ককটেল রেখে গেছে তা আমাদের কারোরই জানা নেই।’

এ বিষয়ে চাঁপাইনবাবগঞ্জ সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মতিউর রহমান জানান, পারিবারিক কবরস্থানের মধ্যেই ককটেল বিস্ফোরণের খবর পাওয়া গেছে। ঘটনাস্থলে পুলিশের একটি দল পাঠানো হয়েছিল। তারা বিভিন্ন আলামত সংগ্রহ করেছে। তদন্ত সাপেক্ষে প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।

বিভি/পিএইচ

মন্তব্য করুন:

সর্বাধিক পঠিত
Drama Branding Details R2
Drama Branding Details R2