• NEWS PORTAL

  • সোমবার, ২৯ সেপ্টেম্বর ২০২৫

‘দুর্গোৎসবে বিএনপি নেতাকর্মীদের সহযোগিতার নির্দেশ দিয়েছেন তারেক রহমান’

প্রকাশিত: ২০:১২, ২৮ সেপ্টেম্বর ২০২৫

আপডেট: ২০:১৪, ২৮ সেপ্টেম্বর ২০২৫

ফন্ট সাইজ
‘দুর্গোৎসবে বিএনপি নেতাকর্মীদের সহযোগিতার নির্দেশ দিয়েছেন তারেক রহমান’

সনাতন ধর্মাবলম্বীদের দুর্গোৎসবে বিএনপি নেতাকর্মীদের সহযোগিতা করার নির্দেশ দিয়েছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। এ কথা জানিয়েছেন বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সদস্য আবু নাসের মুহাম্মদ রহমাতুল্লাহ। 

রবিবার (২৮ সেপ্টেম্বর) বরিশাল সিটি কর্পোরেশনের প্রায় ২০টির অধিক মন্দিরে শারদীয় দুর্গাৎসব উপলক্ষে সনাতন ধর্মাবলম্বীদের সাথে বিএনপির চেয়ারপার্সন বেগম খালেদা জিয়া ও ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের পক্ষ থেকে মতবিনিময় ও শুভেচ্ছাকালে এ কথা বলেন তিনি।  

এসময় রহমাতুল্লাহ বলেন, সাম্প্রদায়িক সম্প্রীতি যারা বিনষ্ট করতে চায় তারা এই উৎসব ঘিরে পিছন থেকে ষড়যন্ত্র করতে পারে। এই শঙ্কা প্রকাশ করেই উৎসবের পরিবেশে যাতে কেউ বিঘ্ন ঘটাতে না পারে সেজন্য সনাতন ধর্মাবলম্বীদের পাশে থেকে সহায়তার নির্দেশ দিয়েছেন তারেক রহমান। 

তিনি বলেন, বিএনপি যখনই ক্ষমতায় থাকে তখনই সব ধর্মের অনুসারীরা নিরাপদে থাকে। তাদের ধর্মীয় অধিকার নিশ্চিত করে। দেশের মানুষ শান্তিতে বসবাস করতে পারে। যারা দেশকে অস্থিতিশীল করতে চায় তারা এই উৎসবের বিঘ্ন ঘটাতে অপতৎপরতা চালাতে পারে। এজন্য সকলকে সজাগ থাকতে হবে। মূলত যারা সাম্প্রদায়িক সম্প্রতি বিনষ্ট করতে চায় তারা দেশ ও জনগণের শত্রু। 

রহমাতুল্লাহ বলেন, দেশ নির্বাচনের ট্রেনে যাত্রা শুরু করেছে। সাম্প্রতিক উৎসবকে পুজি করে এ-মুহূর্তে কুচক্রী মহল নানা অপকৌশল অবলম্বনের মধ্য দিয়ে নির্বাচনকে বাধাগ্রস্ত করতে পারে। এজন্য দেশবাসীকে সতর্ক অবস্থানে থাকতে হবে।

এ সময় আরও উপস্থিত ছিলেন বিভিন্ন মন্দির কমিটির সভাপতি সম্পাদকসহ বিএনপির নেতাকর্মীবৃন্দ।

বিভি/পিএইচ

মন্তব্য করুন:

সর্বাধিক পঠিত
Drama Branding Details R2
Drama Branding Details R2