• NEWS PORTAL

  • সোমবার, ২৯ সেপ্টেম্বর ২০২৫

সাভার-আশুলিয়ায় দুই যুবক খুন, পরিচয় মেলেনি একজনের

সাভার প্রতিনিধি

প্রকাশিত: ১৮:৫৪, ২৮ সেপ্টেম্বর ২০২৫

ফন্ট সাইজ
সাভার-আশুলিয়ায় দুই যুবক খুন, পরিচয় মেলেনি একজনের

প্রতিকী ছবি

সাভার ও আশুলিয়ায় দুই যুবককে হত্যা করেছে দুবৃত্তরা। হত্যার পর ঘাতকরা তাদের লাশ সড়কের পাশে ফেলে গেছে। লাশ দুটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মর্গে প্রেরণ করা হয়েছে। নিহতদের একজনের পরিচয় পাওয়া গেলেও অন্যজনের পরিচয় মেলেনি।

জানা গেছে, রবিবার দুপুরে সাভারে বিরুলিয়ার বেড়িবাধের নীচ থেকে এক হাউজিং ব্যবসায়ীর লাশ উদ্ধার করে পুলিশ। নিহত ব্যবসায়ীর নাম আবু হানিফ (৪০)। সে বরিশাল জেলার মুলাদী থানার নাজির পুর গ্রামের মরহুম হারুন শেখের ছেলে। সাভারের বিরুলিয়া ফাঁড়ি ইনচার্জ এসআই আব্দুল ওহাব এ তথ্য জানান। 

পুলিশ সূত্রে জানা যায়, শনিবার দুপুর ১টার সময় রাজধানী মোহাম্মদপুরের ভাড়া বাসা থেকে বের হলে পরিবারের লোকজন রাত থেকে তার সন্ধানে বিভিন্ন স্থানে খোঁজাখুঁজি করেন। পুলিশ জানায়, ধারণা করা হচ্ছে তাকে শ্বাস রোধ করে হত্যা করা হয়েছে। পরিবারের বরাত দিয়ে পুলিশ আরও জানায়, আবু হানিফ হাউজিং ব্যবসার পাশাপাশি তিনি বাচ্চাদের পড়াশুনা করাতেন।

অপর ঘটনায় আশুলিয়া থানা এলাকায় ঢাকা-আরিচা মহাসড়কের জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের প্রান্তিক গেটের বিপরীত পাশে অজ্ঞাত পরিচয় আনুমানিক ২১ বছর বয়সী এক যুবকের বস্তাবন্দি লাশ দেখতে পায় স্থানীয়রা। পরে থানা পুলিশকে খবর দিলে আশুলিয়া থানা পুলিশ তার লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য রাজধানীর শহীদ সোহরাওয়ার্দী হাসপাতালের মর্গে প্রেরণ করে। নিহতের লাশ বস্তা বন্দি ও তোষকে পেচানো ছিল। লাশের বিভিন্ন অংশ পচন ধরেছে। ধারণা করা হচ্ছে ২/৩ দিন পূর্বে তাকে হত্যা করা হয়েছে। হত্যাকাণ্ডের রহস্য উৎঘাটনে কাজ করছে পুলিশ জানিয়ে বিষয়টি নিশ্চিত করেছেন আশুলিয়া থানার ওসি আব্দুল হান্নান।

বিভি/পিএইচ

মন্তব্য করুন:

সর্বাধিক পঠিত
Drama Branding Details R2
Drama Branding Details R2