অপহরণ ও আলোচিত হত্যা মামলার চার আসামি গ্রেফতার

রংপুরে অপহরণ ও আলোচিত হত্যা মামলার চার আসামিকে গ্রেফতার করেছে র্যাব। রবিবার (২৮ সেপ্টেম্বর) বিকালে র্যাব-১৩ এর সিনিয়র সহকারী পরিচালক আবুল হাসান জানান, ২০২৪ সালের ৩০ ডিসেম্বর দুপুরে বদরগঞ্জ উপজেলার কালুপাড়া ইউনিয়নের হাড়িভাঙ্গা গ্রামে ফেরাজুল ইসলাম (৩৫) নামে এক যুবকের বস্তাবন্দী লাশ উদ্ধার করে পুলিশ। এ ঘটনায় ফেরাজুলের মামা বাদী হয়ে বদরগঞ্জ থানায় একটি হত্যা মামলা দায়ের করলে র্যাব ছায়া তদন্ত শুরু করে।
এরই ধারাবাহিকতায় ২৬ সেপ্টেম্বর তারাগঞ্জ থানার কুর্শা ইউনিয়নের একটি বসতবাড়িতে অভিযান চালিয়ে র্যাব ফেরাজুল হত্যা মামলার আসামি কালুপাড়া হাড়িভাঙ্গা গ্রামের উপচার আলী (৩৫) ও তার স্ত্রী সাবিনা বেগমকে (২৮) গ্রেফতার করে।
অপরদিকে, রংপুরে অপহরণ মামলার দুই আসামিকে গ্রেফতার করেছে র্যাব। এরা হলো- নগরীর বিন্নাটারী এলাকার আজগর বানিয়ার ছেলে আলকাছ (৩০) ও রহিদুল ইসলাম ভেজাল (৪০)।
র্যাব জানায়, চলতি বছরের ৩০ জুলাই পরীক্ষা দিয়ে বের হওয়ার সময় কলেজ গেট থেকে অপহরণের শিকার হন এক শিক্ষার্থী। এ ঘটনায় হাজীরহাট থানায় মামলা হলে র্যাব ছায়া তদন্ত শুরু করে। গোপন সংবাদের ভিত্তিতে ২৬ সেপ্টেম্বর সকাল সাড়ে ৬টায় হাজীরহাট বিন্ন্যাটারী এলাকায় অভিযান চালিয়ে পলাতক আসামি আলকাছ ও ভেজালকে গ্রেফতার করে।
র্যাব-১৩ এর সিনিয়র সহকারী পরিচালক আবুল হাসান বলেন, পৃথক দুটি ঘটনায় আসামিদের সংশ্লিষ্ট থানায় হস্তান্তর করা হয়েছে। অপহরণ ও হত্যা মামলার অপর আসামিদের গ্রেফতারে অভিযান চলছে।
বিভি/পিএইচ
মন্তব্য করুন: