• NEWS PORTAL

  • শুক্রবার, ০৩ অক্টোবর ২০২৫

নেত্রকোনায় হাঁসের বাচ্চা উৎপাদন করে স্বাবলম্বী দেড় শতাধিক পরিবার

মাহবুবুল কিবরিয়া

প্রকাশিত: ১৯:২২, ৩০ সেপ্টেম্বর ২০২৫

ফন্ট সাইজ
নেত্রকোনায় হাঁসের বাচ্চা উৎপাদন করে স্বাবলম্বী দেড় শতাধিক পরিবার

ছবি: সংগৃহীত

হাঁসের খামারে বাচ্চা উৎপাদনে সনাতনী এক পদ্ধতি যেন আশির্বাদ হয়ে উঠেছে নেত্রকোণার কুঠুরিকোনা গ্রামের জন্য। গ্রামটির দেড় শতাধিক পরিবার স্বাবলম্বী হয়েছে হাঁসের ডিম থেকে বাচ্চা উৎপাদন করে। কুঠুরিকোনা0য় তাদের কাজকে আরও প্রসারিত করতে নানা উদ্যোগ নেওয়া হচ্ছে, বলে জানিয়েছে প্রাণিসম্পদ বিভাগ। 

নেত্রকোণার মদন উপজেলার প্রত্যন্ত এক গ্রাম কুঠুরিকোনা। হাওরপাড়ের এই গ্রামে প্রতিটি বাড়িতেই এখন হাঁসের খামার। দেশের মানুষ যখন কর্মসংস্থানের খোঁজে শহরমুখী হচ্ছে তখন গ্রামটির দেড়শ'টিরও বেশি পরিবার আজ স্বাবলম্বী হয়েছে হাঁসের ডিম থেকে বাচ্চা উৎপাদন করে। 

সাধারণ কাঁচা ঘর বা টিনের চালার ভেতরে সাজানো ডিম, তার পাশে হারিকেনের আলো আর তুষ দিয়ে তৈরি উষ্ণ পরিবেশ। এভাবেই প্রতিদিন জন্ম নিচ্ছে লাখ লাখ হাঁসের বাচ্চা। এই গ্রাম থেকে বছরে গড়ে ৩ কোটি হাঁসের বাচ্চা বিক্রি হয়, যার দাম প্রায় ১২০ কোটি টাকা। 

সরকারি সুযোগ সুবিধা বাড়ালে এবং সরকারিভাবে অর্থ সহায়তা পেলে আরও ভালো কিছু করা যেতো বলে জানিয়েছেন খামার মালিকরা।

এই খামারগুলো কর্মসংস্থানের পাশাপাশি জাতীয় অর্থনীতিতেও রাখছে গুরুত্বপূর্ণ অবদান। তাই খামারিদের ব্যবসায় উন্নয়নে ভবিষ্যতে সরকারি সহযোগিতা আরও বাড়ানোর আশ্বাস দিয়েছে প্রাণি সম্পদ বিভাগ।

সুযোগ ও উদ্যোগ থাকলে গ্রামীণ মানুষও পারে একক প্রচেষ্টায় বড় পরিবর্তন আনতে। তাই কুঠুরিকোনার এই হাঁসের বাচ্চার গ্রাম দেশের অন্যান্য অঞ্চলের জন্য হয়ে উঠবে একটি অনুকরণীয় দৃষ্টান্ত এমনটাই প্রত্যাশা গ্রামবাসীর।

বিভি/এআই

মন্তব্য করুন:

সর্বাধিক পঠিত
Drama Branding Details R2
Drama Branding Details R2