ছাত্রদল নেতা জুবায়েদ হত্যার প্রতিবাদে খাগড়াছড়িতে বিক্ষোভ

জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের পরিসংখ্যান বিভাগের ১৫তম ব্যাচের শিক্ষার্থী ও জগন্নাথ বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রদলের সদস্য মোঃ জুবায়েদ হত্যার প্রতিবাদে ও হত্যাকারীদের গ্রেফতারের খাগড়াছড়ি সরকারি কলেজ ছাত্রদল ও খাগড়াছড়ি সরকারি টেকনিক্যাল স্কুল অ্যান্ড কলেজ ছাত্রদলের উদ্যোগে এক বিক্ষোভ মিছিল ও সমাবেশ হয়েছে।
বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল কেন্দ্রীয় কমিটির ঘোষিত কর্মসূচির অংশ হিসেবে সোমবার (২০ অক্টোবর) খাগড়াছড়ি গেইট এলাকা থেকে বের হয়ে চেঙ্গী স্কয়ারে অনুষ্ঠিত সমাবেশে প্রধান অতিথি ছিলেন,খাগড়াছড়ি জেলা ছাত্রদলের সভাপতি আরিফ মোহাম্মদ জাহিদ।
খাগড়াছড়ি সরকারি কলেজ ছাত্রদল এর সিনিয়র সহ সভাপতি সাইদুল ইসলাম সাঈদ-এর সভাপতিত্বে ও সাধারন সম্পাদক সাজ্জাদুল ইসলাম সঞ্চালনায় অনুষ্ঠিত সমাবেশে বক্তব্য রাখেন,জেলা ছাত্রদলের সিনিয়র সহ সভাপতি আনিসুল আলম আনিক, সহ সভাপতি মেহেদী হাসান, যুগ্ম সম্পাদক সাইফুল ইসলাম সহ জাকির হোসেন জিকু, রফিক হোসেন, উক্যনু মারমা।
বিভি/এজেড
মন্তব্য করুন: