নারী ভোটারদের মাঝে বিএনপির পক্ষে জনমত গড়ে তুলতে লিফলেট বিতরণ

বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ঘোষিত রাষ্ট্র কাঠামো মেরামতের ৩১ দফার বাস্তবায়নের লক্ষ্যে, নারী ভোটারদের মাঝে বিএনপির পক্ষে জনমত গড়ে তুলতে লিফলেট বিতরণ করা হয়েছে। ৩১ দফা কর্মসূচির ২৪ দফায় নারীর মর্যাদা, সুরক্ষা ও ক্ষমতায়নে যথাযথ পদক্ষেপ গ্রহণসহ নারীদের নিয়ে ছয়টি অঙ্গীকার মুন্সীগঞ্জের নারীদের মাঝে পৌঁছে দিতে নারী ও শিশু অধিকার ফোরাম, মুন্সীগঞ্জ দিনব্যাপী স্থানীয় নারী ভোটার ও সাধারণ মানুষের মাঝে লিফলেট বিতরণ করেছে।
সংগঠনের সভাপতি সোনিয়া হাবিব লাবনীর নেতৃত্বে সোমবার (২০ অক্টোবর) বেলা দেড়টা থেকে মুন্সীগঞ্জ পৌরসভার ৩ নং ওয়ার্ডের বিভিন্ন এলাকায় নারী ভোটারদের সাথে শুভেচ্ছা বিনিময় শেষে লিফলেট বিতরণ করা হয়। এ সময় নারীর মর্যাদা, সুরক্ষা ও ক্ষমতায়নে বিএনপির পদক্ষেপসমূহ তুলে ধরে আগামী জাতীয় সংসদ নির্বাচনে ধানের শীষে ভোট দেওয়ার আহ্বান জানানো হয়।
এ সময় আরও উপস্থিত ছিলেন জেলা নারী ও শিশু অধিকার ফোরামের উপদেষ্টা মো. আরিফ উল ইসলাম, সহ-সভাপতি মোজাম্মেল হোসেন সজল, সাহিত্য বিষয়ক সম্পাদক শাহনাজ বেগম হীরাসহ আরও অনেকে।
বিভি/পিএইচ
মন্তব্য করুন: