যশোরে বিএনপির সমাবেশ

যশোরের অভয়নগর থানা ও নওয়াপাড়া পৌর বিএনপির এক যৌথ সমাবেশ সোমবার (২০ অক্টোবর) বিকালে অনুষ্ঠিত হয়েছে।
নওয়াপাড়া ইনস্টিটিউট মাঠে পৌর বিএনপির সভাপতি আবু নঈম মোড়লের সভাপতিত্বে সমাবেশে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন যশোর-৪ সংসদীয় আসনের মনোনয়ন প্রত্যাশী অভয়নগর থানা বিএনপির সভাপতি ও শ্রমিকদল কেন্দ্রীয় কমিটির সহ-সভাপতি মতিয়ার রহমান ফারাজী।
সমাবেশে অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন নওয়াপাড়া পৌর বিএনপির সাধারণ সম্পাদক রেজাউল করিম মোল্লা, থানা বিএনপির সহ-সভাপতি আব্দুল মজিদ বিশ্বাস, যুগ্ম সাধারণ সম্পাদক এ্যাড শহিদুল ইসলাম, শ্রমিকদলের নওয়াপাড়া শিল্পাঞ্চল আঞ্চলিক কমিটির সভাপতি রবিউল হোসেন, সাধারণ সম্পাদক রফিকুল ইসলাম টুলু ও মটর শ্রমিক ইউনিয়নের সাধারণ সম্পাদক জিয়াউর রহমান মোল্লা।
সমাবেশ সঞ্চালনা করেন থানা বিএনপির সাংগঠনিক সম্পাদক কামাল হোসেন ও স্বেচ্ছাসেবক দলের নেতা হাবিবুর রহমান মোল্লা।
বিভি/পিএইচ
মন্তব্য করুন: