• NEWS PORTAL

  • মঙ্গলবার, ২১ অক্টোবর ২০২৫

ঢাকা-মাওয়া এক্সপ্রেসওয়েতে দুইজনসহ পৃথক দুর্ঘটনায় ঝড়লো ৪ প্রাণ

মুন্সীগঞ্জ ও নিজস্ব প্রতিনিধি

প্রকাশিত: ১২:২৮, ২১ অক্টোবর ২০২৫

ফন্ট সাইজ
ঢাকা-মাওয়া এক্সপ্রেসওয়েতে দুইজনসহ পৃথক দুর্ঘটনায় ঝড়লো ৪ প্রাণ

ঢাকা-মাওয়া এক্সপ্রেসওয়ের সিরাজদিখান উপজেলার কুচিয়ামোড়া ধলেশ্বরীর ব্রীজের উপর সার্ভিস সড়কে মাওয়ামুখী লেনে অজ্ঞাত একটি গাড়ির চাপায় দুই মোটরসাইকেল আরোহী নিহত হয়েছেন। সোমবার রাত সাড়ে ১০ টার দিকে এ দুর্ঘটনা ঘটে। নিহতদের পরিচয় এখনও জানা যায়নি। 

হাসাড়া হাইওয়ে থানার অফিসার ইনচার্জ (ওসি) আবু নাঈম সিদ্দিকী জানান, তাৎক্ষণিকভাবে ঘটনাটি কিভাবে ঘটেছে সে বিষয়ে নিশ্চিত ধারণা পাওয়া যাচ্ছে না। ধারণা করা হচ্ছে, দ্রুত গতির কারণে অথবা কোনো গাড়ির ধাক্কায় এ দুর্ঘটনা ঘটতে পারে। এটি এখনও প্রাথমিক ধারণা মাত্র। সিসিটিভি ফুটেজ বিশ্লেষণ করে প্রকৃত কারণ জানা যাবে।

তিনি আরও জানান, লাশ দুটি ও মোটরসাইকেল থানায় আনা হচ্ছে। লাশ শনাক্তের চেষ্টা চলছে এবং এ বিষয়ে আইনি প্রক্রিয়া চলমান রয়েছে।

এছাড়াও সড়ক দুর্ঘটনায় চট্টগ্রামে ও যশোরে আরও দুজন নিহত হয়েছে। সড়ক দুর্ঘটনায় চট্টগ্রামের রাউজানে নাজিম উদ্দীন নামে এক সবজি ব্যবসায়ী নিহত হয়েছেন। আহত হয়েছে তিনজন। অন্যদিকে, যশোরের অভয়নগরে ট্রাকের ধাক্কায় নিহত হয়েছেন বাইসাইকেল আরোহী।

বিভি/পিএইচ

মন্তব্য করুন:

সর্বাধিক পঠিত
Drama Branding Details R2
Drama Branding Details R2