• NEWS PORTAL

  • বৃহস্পতিবার, ২৩ অক্টোবর ২০২৫

পালিয়ে বিয়ে করলো বড় ভাই, ছোট ভাইকে হত্যা করলো কনে পক্ষ

প্রকাশিত: ০০:৪৭, ২৩ অক্টোবর ২০২৫

ফন্ট সাইজ
পালিয়ে বিয়ে করলো বড় ভাই, ছোট ভাইকে হত্যা করলো কনে পক্ষ

পালিয়ে বিয়ে করেছে বড় ভাই। এ ঘটনাকে কেন্দ্র করে বরের ছোট ভাইকে কুপিয়ে হত্যা করেছে কনে পক্ষের লোকজন। হবিগঞ্জের বানিয়াচংয়ে এম ঘটনা হত্যাকাণ্ড হয়েছে বলে অভিযোগ উঠেছে। 

বুধবার (২২ অক্টোবর) বিকাল সাড়ে ৫টার দিকে উপজেলার মন্দরী ইউনিয়নের বলাকীপুর গ্রামে এ ঘটনা ঘটে।

নিহত যুবকের নাম সাদেক মিয়া চৌধুরী। তিনি ওই গ্রামের লেবু মিয়া চৌধুরী ছেলে এবং বরের ছোট ভাই।

পুলিশ ও স্বজনেরা জানায়, লেবু মিয়ার ছেলে এনায়েত মিয়া প্রতিবেশী সরাজ মোল্লার মেয়েকে নিয়ে পালিয়ে বিয়ে করেন। তবে এ বিয়ে মেনে নেয়নি সরাজ মোল্লা ও তাঁর পরিবার। এ ঘটনাকে কেন্দ্র করে দুই পরিবারের মধ্যে বিরোধ সৃষ্টি হয়। বুধবার বিকেলে সরাজ মোল্লার ছেলে রিহাত মিয়াসহ কয়েকজন লেবু মিয়ার ছোট ছেলে সাদেক মিয়াকে বাড়ির পাশে পেয়ে কুপিয়ে গুরুতর জখম করে। স্থানীয়রা তাকে উদ্ধার করে হবিগঞ্জ আধুনিক সদর হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।

এ বিষয়ে বানিয়াচং সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার প্রবাস কুমার সিংহ বলেন, প্রেমঘটিত একটি বিয়েকে কেন্দ্র করে বরের ছোট ভাইকে কনে পক্ষের লোকজন কুপিয়ে হত্যা করেছে বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে। বিষয়টি তদন্ত করে বিস্তারিত জানানো হবে।

এ ব‌্যাপ‌রে প‌রিবা‌রের পক্ষ থে‌কে মামলা দা‌য়ের করেনি। তবে ময়নাতদ‌ন্তের পর মামলা দা‌য়ের করা হ‌বে বলে জানান পরিবারের বরাত দিয়ে জানান এই পুলিশের কর্মকর্তা।

বিভি/টিটি

মন্তব্য করুন:

সর্বাধিক পঠিত
Drama Branding Details R2
Drama Branding Details R2