• NEWS PORTAL

  • বৃহস্পতিবার, ২৩ অক্টোবর ২০২৫

উৎসবে শোকের ছায়া, মেয়ের আকিকা অনুষ্ঠানে বাবার মৃত্যু

খাগড়াছড়ি প্রতিনিধি 

প্রকাশিত: ২২:৩২, ২২ অক্টোবর ২০২৫

ফন্ট সাইজ
উৎসবে শোকের ছায়া, মেয়ের আকিকা অনুষ্ঠানে বাবার মৃত্যু

ছবি: মো. রুবেল

খাগড়াছড়ির গুইমারায় মেয়ের আকিকা অনুষ্ঠানে ফ্যান লাগাতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মর্মান্তিক মৃত্যু হয়েছে মো. রুবেল (৩০)। সে পেশায় একজন মাইক্রোবাস চালক। 

বুধবার (২২ অক্টোবর) দুপুরে এই হৃদয়বিদারক ঘটনাটি ঘটে। 

পারিবারিক সূত্রে জানা গেছে, রুবেল ৭ দিন আগে কন্যা সন্তানের পিতা হন। নবজাতকের আকিকা উপলক্ষে ঘরে উৎসবমুখর পরিবেশ ছিলো। আত্মীয়-স্বজনদের উপস্থিতিতে রান্নাবান্নার কাজও প্রায় শেষ পর্যায়ে। এ সময় রুবেল গরম থেকে সবার স্বস্তির জন্য ফ্যানের লাইন ঠিক করতে গিয়ে  হঠাৎ অসাবধানতাবশত বিদ্যুতায়িত হয়ে গুরতর আহত হয়। তাকে প্রথমে মানিকছড়ি হাসপাতালে পরে চট্টগ্রাম মেডিকেলে নেওয়ার পথে মৃত্যুর কোলে ঢলে পড়ে।

তার মৃত্যুতে আনন্দের মুহূর্ত মুহূর্তেই পরিণত হয় বিষাদে। স্ত্রীসহ স্বজনদের কান্নায় পরিবেশ ভারী হয়ে উঠে। খুশির দিনে এমন অপ্রত্যাশিত মৃত্যু কেউ কল্পনাও করতে পারেনি। এ ঘটনায় এলাকায় গভীর শোকের ছায়া নেমে এসেছে। স্থানীয়রা মরহুমের আত্মার মাগফিরাত কামনা করে শোকাহত  পরিবারের প্রতি সমবেদনা জানিয়েছেন।

বিভি/এআই

মন্তব্য করুন:

সর্বাধিক পঠিত
Drama Branding Details R2
Drama Branding Details R2